সবাইকে অবাক করে আচমকা হাইকোর্টে অভিষেক, কেন?

August 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: সোমবার সকালে হঠাৎই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।
কেন আদালতে গেলেন অভিষেক? রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ হাইকোর্টের ই-গেট দিয়ে প্রবেশ করেন অভিষেক। অ্যাকাউন্টস সেকশনে যান। মামলার নথিপত্র সংরক্ষিত ও দাখিল করা হয় অ্যাকাউন্টস সেকশন। প্রায় ১৫ মিনিট সেখানে ছিলেন তিনি। মামলার হলফনামায় স্বাক্ষর করেই আদালত চত্বর ছাড়েন তৃণমূল নেতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য মেলেনি। তিনি কেন হঠাৎ আদালতে এলেন, কোন মামলার প্রেক্ষিতে সই করলেন, উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, ইলেকশন পিটিশনের পাল্টা হলফনামায় সই করতে হাই কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen