“কিছু মহামানব আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছে”, কাদের উদ্দেশ্যে এই ইঙ্গিতপূর্ণ বার্তা জীতু কমলের?

সব মিলিয়ে তাঁর পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন কৌতূহল। কে বা কারা জিতুর এই বক্তব্যের লক্ষ্য, তা সময়ই বলবে।

August 25, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২১: ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বত্রই সাবলীল উপস্থিতি জীতু কমলের। একদিকে যেমন তাঁকে দেখা গিয়েছে ‘গৃহপ্রবেশ’ ছবিতে, অন্যদিকে অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এ। চরিত্র যাই হোক না কেন, দর্শকের কাছে সব সময়ই গ্রহণযোগ্য তিনি। তবে অভিনয়ের পাশাপাশি জীতু প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন অন্য কারণে। সোশ্যাল মিডিয়ায় তাঁর একের পর এক মন্তব্য এবং পোস্ট নিয়ে বারবার তৈরি হয়েছে আলোচনার ঝড়।

২৩ আগস্ট আবারও একটি পোস্ট করে নতুন করে জল্পনা ছড়ালেন অভিনেতা। সমাজ মাধ্যমে জীতু লেখেন, “কিছুদিন যাবৎ আমি লক্ষ্য করছি, সোশ্যাল মিডিয়াতে এবং সাক্ষাৎকারে বহু সংখ্যক মানুষ আমাকে দ্যা অডিয়েন্স স্টার বলে সম্বোধন করছে। এর মানে কী জানা না থাকলেও, ভালোই লাগছে। ভনিতা করে তো লাভ নেই, সত্যি ভালো লাগছে।” তিনি আরও যোগ করেন, “ভালো লাগছে কারণ ‘দ্যা অডিয়েন্স স্টার’ নাম কেনা অথবা আমার PR দের দেওয়া নয়। দর্শকের দেওয়া। তারা যদি আমায় ৩-৪ অক্ষরের গালিও দেয় সেটাও আমি মাথায় করে রাখবো। তাদের ছাড়া আমার কোনও অস্তিত্ব নেই, ছিল না, থাকবেও না।”

তবে এখানেই শেষ নয়। জীতুর পোস্টের শেষ অংশ ঘিরেই বিতর্কের সূত্রপাত। অভিনেতা লেখেন- “জানি, গাত্রদাহে কিছু মহামানব আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছে। বুনুন। আমি এবং আমরা তৈরি। ময়দান ছাড়ছি না বন্ধু। ধন্যবাদ আমার দর্শক। জয় মহাকাল।”

এবার প্রশ্ন উঠছে, কাকে উদ্দেশ্য করে এই বার্তা দিলেন জীতু কমল? নাম না করেই তিনি কি কারও দিকে আঙুল তুললেন? ইন্ডাস্ট্রির ভেতরে আবার নতুন কোনও দ্বন্দ্ব তৈরি হল কি? না কি অতীতের কোনও সম্পর্কের প্রেক্ষিতেই ইঙ্গিত করে গেলেন তিনি? আর তাঁর ‘নাম কেনা’ মন্তব্য কি অন্য কোনও অভিনেতা বা অভিনেত্রীকে ঘিরেই?

সব মিলিয়ে তাঁর পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন কৌতূহল। কে বা কারা জিতুর এই বক্তব্যের লক্ষ্য, তা সময়ই বলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen