আবার কবে ফিরবেন নেইমার? চিলি-বলিভিয়া ম্যাচেও নেই তাঁর নাম
নেইমারের আবারও ব্রাজিল জাতীয় দলে জায়গা হলো না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৫: নেইমারের আবারও ব্রাজিল জাতীয় দলে জায়গা হলো না। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ চিলি ও বলিভিয়ার বিরুদ্ধে তাঁকে ছাড়াই নামবে সাম্বা বাহিনী। ফলে আন্তর্জাতিক মঞ্চে নেইমারের অনুপস্থিতি প্রায় দু’বছরে গড়াল।
সোমবার ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তির ঘোষিত ২৩ জনের দলে তাঁকে রাখেননি। কারণ হিসেবে জানানো হয়েছে গত সপ্তাহে স্যান্টোসে খেলার সময় হালকা মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি। যদিও ব্রাজিল ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে, তাই এই সিদ্ধান্তে দলের বড় ক্ষতি হবে না। তবে সমর্থকদের কাছে প্রশ্ন থেকেই যাচ্ছে আবার কবে দেখা যাবে প্রিয় তারকাকে হলুদ জার্সিতে?
২০২৩ সালের অক্টোবরে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকে নেইমারের জাতীয় দলে খেলা বন্ধ। বারবার চোট এর কারণে তিনি ফিরতে পারেননি। একসময় বার্সেলোনা ও পিএসজি-তে ঝলমলে ফুটবল খেলে যাওয়া এই ফরোয়ার্ড এখন স্যান্টোস ক্লাবের হয়ে খেলছেন, কিন্তু দেশের হয়ে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো।
এরই মধ্যে আনচেলোত্তির দল গড়ে উঠছে নতুন তারকাদের নিয়ে। অভিজ্ঞরা যেমন আছেন—অ্যালিসন, মারকুইনেস, কাসেমিরো তেমনই উঠে আসছে একাধিক নতুন প্রতিভা। বিশেষ নজর কাড়ছে চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাও, যাঁকে ভবিষ্যতের ব্রাজিল তারকা বলা হচ্ছে। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার লুকাস পাকেতাও।
সোমবারের ঘোষিত ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: অ্যালিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসের), হুগো সুজা (করিন্থিয়ান্স)।
ডিফেন্ডার: আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), আলেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল (আর্সেনাল), মারকুইনেস (পিএসজি), ভান্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)।
মিডফিল্ডার: আন্দ্রে সান্টোস (চেলসি), ব্রুনো গুইমারাইস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানইউ), জোয়েলিন্টন (নিউক্যাসল), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)।
ফরোয়ার্ড: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কাইও জর্জ (ক্রুজেইরো), লুইজ হেনরিক (জেনিত), মাতেউস কুনহা (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।