অবশেষে হচ্ছে এবারের ISL! কী হলো দুই পক্ষের মিটিংয়ে?
ভারতীয় ফুটবলে বর্তমান অবস্থা নিয়ে ইতিমধ্যে একাধিক জলঘোলা হয়ে গিয়েছে। হবে কি হবে না সেই নিয়ে চলছে তুমুল আলোচনা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৬:১০: ভারতীয় ফুটবলে বর্তমান অবস্থা নিয়ে ইতিমধ্যে একাধিক জলঘোলা হয়ে গিয়েছে। হবে কি হবে না সেই নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে সোমবার বিকেলের পরে কিছুটা হলেও আসার আলো দেখা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার এফএসডিএল (FSDL)ও এ আই এফ এফ(AIFF) নিজেদের মধ্যে বসে একটা সমঝোতায় এসেছে। এই দিনের শেষে এই বৈঠক বেশ ইতিবাচক হয়েছে বলে শোনা যাচ্ছে।
সূত্র মারফত জানা যাচ্ছে দুই পক্ষ একটা সমঝোতার মধ্যে এসে এই বছরের আইএসএল করতে প্রস্তুত।সেই যৌথ প্রস্তাব ২৮ তারিখ সুপ্রিম কোর্টে পেশ করতে চলেছে দুই পক্ষ। আসা করা হচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের শুরুতে আইএসএল শুরু হতে পারে এই বছর। এই বিষয়ে আইএসএলের সব ক্লাবকে জানাবে এফএসডিএল। সোমবার AIFF সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করেছে। ভারতে খেলাধুলার অব্যাহত রাখতে এই যৌথ পরিকল্পনাটি ২৮শে আগস্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। AIFF এবং FSDL জানিয়েছে এই বিষয়টি বিচারাধীন তাই তারা আর কোনও মন্তব্য করবে না এই বিষয়।
তবে আইএসএল শুরুর আগে সুপার কাপ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে এই সব কিছুই এখন আদালতের রায়-এর উপর নির্ভর করছে।