Weather Update: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, জানাল আবহাওয়া দপ্তর

August 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে রোদ উঠবে। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা চার জেলাতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। আজ থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সব জেলাতেই হবে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen