আবারও India-Pakistan Ceasefire নিয়ে কৃতিত্বের দাবি করলেন ট্রাম্প, এবার কী বলবে নয়া দিল্লি?

বুধবার মার্কিন মন্ত্রিসভার বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে কথা বলার সময় ট্রাম্প ভারত-পাকিস্তানের সামরিক অস্থিরতার প্রসঙ্গেও কথা বলেন।

August 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: ফের ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাগাতার এই নিয়ে কৃতিত্ব দাবি করে চলেছেন। বুধবার তিনি ফের মনে করিয়ে দেন, তাঁর মধ্যস্থতার ফলেই ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। ট্রাম্প আরও দাবি, ভারত-পাক সংঘর্ষের সময় তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথাও বলেন। তার পাঁচ ঘণ্টার মধ্যে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। নয়া দিল্লির দাবি, ভারত-পাক সংঘর্ষের আবহে মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনে কোনও কথা হয়নি।

বুধবার মার্কিন মন্ত্রিসভার বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে কথা বলার সময় ট্রাম্প ভারত-পাকিস্তানের সামরিক অস্থিরতার প্রসঙ্গেও কথা বলেন। মোদীকে ‘অসাধারণ মানুষ’ বলে সম্বোধন করে ট্রাম্প ভারত-পাক যুদ্ধবিরতিতে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।

ট্রাম্পের জানান, তিনি মোদীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, ভারত আর পাকিস্তানের মধ্যে কী হচ্ছে? এত বিদ্বেষ কেন? ট্রাম্পের দাবি, তিনি দুই দেশকেই বাণিজ্যচুক্তি বাতিল এবং শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘‘আমি বলেছিলাম, ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বে। আমি আপনাদের সঙ্গে কোনও বাণিজ্যচুক্তি করতে চাই না। আপনাদের উপর এত বেশি শুল্ক আরোপ করব যে কল্পনা করতে পারবেন না।’’

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার অভিঘাতে পাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। পাকিস্তানে জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। টানা চার দিন ধরে দুই দেশের মধ্যে সংঘাত চলে। তা থামে ১০ মে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির কথা প্রথম ঘোষণা করেন ট্রাম্প। তারপর থেকে বার বার সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্প নিজের কৃতিত্ব দাবি করে আসছেন। যদিও নয়া দিল্লি ধারাবাহিকভাবে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen