Tariff War-র মাঝেই আমেরিকা থেকে যুদ্ধবিমানের ইঞ্জিন কিনছে ভারত?

বায়ুসেনার বরাত অনুযায়ী, ২০২৯-৩০ সালের মধ্যে ৮৩টি বিমানের প্রথম ব্যাচ এবং ২০৩৩-৩৪ সালের মধ্যে ৯৭টি বিমান সরবরাহ করতে হবে হ্যালকে।

August 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৬: ভারতীয় পণ্যের উপর মার্কিনমুলুকের ৫০ শতাংশ শুল্কের বোঝা ইতিমধ্যেই চালু হয়েছে। এরই মধ্যে আমেরিকার সঙ্গে বিরাট চুক্তি করতে চলেছে ভারত। শোনা যাচ্ছে, তেজস বিমানের ইঞ্জিন কিনতে মার্কিন সংস্থার সঙ্গে এক বিলিয়ন ডলারের চুক্তি হতে চলেছে ভারতের। এই চুক্তির মাধ্যমে এলএসি মার্ক ১এ তেজস যুদ্ধবিমানের জন্য ১১৩টি জিই-৪০৪ ইঞ্জিন কিনবে ভারত।

৮৩টি এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমানের বরাত দেওয়া হয়েছে। সেই কারণেই মার্কিন সংস্থা থেকে ৯৯টি জিই-৪০৪ ইঞ্জিন কেনার চুক্তি করে ফেলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। আরও ৯৭টি যুদ্ধ বিমানের জন্য ৬২ হাজার কোটির বরাত দেওয়া হয়েছে। বায়ুসেনার বরাত অনুযায়ী, ২০২৯-৩০ সালের মধ্যে ৮৩টি বিমানের প্রথম ব্যাচ এবং ২০৩৩-৩৪ সালের মধ্যে ৯৭টি বিমান সরবরাহ করতে হবে হ্যালকে। মার্কিন সংস্থা জিই(GE)-এর সঙ্গে ১১৩টি যুদ্ধবিমানের ইঞ্জিন কেনার চুক্তি হতে চলেছে। সেপ্টেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। জানা যাচ্ছে, চুক্তি হলে প্রতি মাসে ২টি করে ইঞ্জিন সরবরাহ করবে মার্কিন সংস্থা জিই।

সময়মতো যুদ্ধবিমান না-পাওয়া নিয়ে হ্যালের বিরুদ্ধে সম্প্রতি সরব হয়েছিলেন বায়ুসেনা প্রধান। অন্যদিকে, ৬০ বছরের বেশি সময় পরিষেবা দেওয়ার পর যাত্রা শেষ করছে মিগ-২১। যুদ্ধবিমানের ঘাটতি মেটাতে নেমে পড়েছে হ্যাল। শুল্ক সংঘাতের মাঝে আমেরিকার সঙ্গে চুক্তি কি কোনও কিছুর ইঙ্গিত?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen