পুজোর কেনাকাটা আরও সহজ, চালু হচ্ছে Shopping Special Bus
পুজোর সপ্তাহ দুয়েক আগে থেকে ২৫টি করে অতিরিক্ত বাস নামবে রাস্তায়। পরবর্তীতে চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানোও হতে পারে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৩: দোরগোড়ায় পুজো, ইতিমধ্যেই শপিং শুরু করেছে বাঙালি। পুজোর কেনাকাটার ভিড় সামলাতে এবার পদক্ষেপ করল রাজ্য পরিবহণ দপ্তর (State Department of Transportation)। পুজোর আগে থেকেই শহরের বুকে চালু হচ্ছে ‘শপিং স্পেশাল’ বাস পরিষেবা (Shopping Special Bus)। হাওড়া ও শিয়ালদহ স্টেশন কেন্দ্র করে চলবে এই বাস পরিষেবা। পুজোর সপ্তাহ দুয়েক আগে থেকে ২৫টি করে অতিরিক্ত বাস নামবে রাস্তায়। পরবর্তীতে চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানোও হতে পারে।
প্রচুর মানুষ পুজোর কেনাকাটা করতে কলকাতায় আসেন। তাঁদের কোনওরকম সমস্যা যাতে না হয়, তাই বিশেষ পরিষেবা চালু করছি। পুজোর ক’দিন আগে রাতে বাড়ি ফেরা জন্য থাকবে ‘নাইট সার্ভিস’ বাস। হাওড়া, শিয়ালদহ, বারাসতের দিকে এই বিশেষ বাস চলবে রাতভর। যাঁরা সারারাত ঠাকুর দেখতে বের হন, তাঁদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও জানা যাচ্ছে, মেট্রো পথের সঙ্গে সমন্বয় রেখে বাস পরিষেবা সাজানো হচ্ছে। যাত্রীরা সহজেই বাস ও মেট্রো মিলিয়ে যাতে যাতায়াত করতে পারেন, সেদিকে নজর দেওয়া হচ্ছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।