Kolkata Metro: মমতার মস্তিষ্কপ্রসূত মেট্রোয় যাত্রী বাড়ছে হুহু করে
নতুন যুক্ত হওয়া ইয়েলো লাইন (Noapara-airport) দৈনিক যুক্ত করেছে ৭,০০০ যাত্রী এবং ব্লু লাইন (North-South) যুক্ত করেছে অতিরিক্ত ১০,০০০ যাত্রী।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৬: কলকাতা মেট্রোর তিনটি নতুন লিঙ্ক চালু হওয়ায় দৈনিক যাত্রী সংখ্যা প্রায় ১ লক্ষ বেড়েছে, যার মধ্যে গ্রিন লাইন (East-West Metro) সবচেয়ে এগিয়ে রয়েছে বলে মেট্রো রেল আধিকারিকরা জানিয়েছেন। গত সোমবার সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৬ কিলোমিটার সম্পূর্ণ পথ চালু হওয়ার তিন দিন পরই গ্রিন লাইনে যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১.৯ লক্ষে, যা গত সোমবারের ১.১ লক্ষ যাত্রীর থেকে অনেকটাই বেশি। এর আগে এই লাইনটি দুটি আলাদা ভাগে চলছিল – সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান ।
নতুন যুক্ত হওয়া ইয়েলো লাইন (Noapara-airport) দৈনিক যুক্ত করেছে ৭,০০০ যাত্রী এবং ব্লু লাইন (North-South) যুক্ত করেছে অতিরিক্ত ১০,০০০ যাত্রী। এছাড়াও, ইএম বাইপাস বরাবর চলা অরেঞ্জ লাইন যুক্ত করেছে আরও ২,৫০০ যাত্রী। সব মিলিয়ে কলকাতা মেট্রোর দৈনিক যাত্রী সংখ্যা এখন প্রায় ৮ লক্ষে পৌঁছেছে ।
এই বৃদ্ধির ফলে মেট্রোর দৈনিক আয় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। গত ১৮ই অগাষ্ট যেখানে দৈনিক আয় ছিল ১৭.৩ লক্ষ টাকা, সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৮ লক্ষ টাকায়। প্রতি যাত্রীর গড় ভাড়া ১৫.৫ টাকা থেকে বেড়ে ২০.৮ টাকা হয়েছে।
পূর্বতন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই মেট্রোর এই অসামান্য সাফল্য কলকাতার গণপরিবহন মানচিত্রে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে।