CFL এ কাস্টমসের কাছে ০-১ গোলে পরাজয় মোহনবাগানের, সুপার সিক্সের পথ আরও কঠিন হলো সবুজ মেরুনের জন্য

ম্যাচের শেষ মুহূর্তে রৌনক পাল ম্যাচের একমাত্র গোল করে কাস্টমসকে জয় এনে দেন। এই হারের ফলে সুপার সিক্সে পৌঁছনো কঠিন হয়ে পড়ল মোহনবাগানের জন্য।

August 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: কলকাতা লিগে ফের ধাক্কা খেল মোহনবাগান। গত ম্যাচে বিএসএসকে ৫-২ গোলে হারিয়ে সুপার সিক্সে ওঠার আশা টিকিয়ে রেখেছিল ডেগি কার্ডোজার দল। কিন্তু বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসের কাছে ০-১ গোলে হার সুপার সিক্সের লড়াইকে আরও জটিল করে দিল সবুজ-মেরুন শিবিরের জন্য।

আজকের ম্যাচের মোহনবাগানের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন গোলকিপার দীপ্রভাত ঘোষ। তিনি ম্যাচে একাধিক দারুণ সেভ করে দলকে বাঁচিয়েছেন গোল খাওয়ার মুখ থেকে, কিন্তু শেষ মুহূর্তে ভাগ্য সহায় হয়নি তাঁর। অপরদিকে, বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমস দলে ছিলেন আইএসএলে খেলা রবি হাঁসদা ও রিকি ঘরামির মতো ময়দানের পরিচিত তারকা, যাঁরা বারবার সবুজ-মেরুন রক্ষণে চাপ তৈরি করেন পুরো ম্যাচ জুড়ে।

খেলার প্রথমার্ধে দুই দল একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক হয় দুই পক্ষ। শিবম মুণ্ডা ও আদিত্য অধিকারীরা কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোল পায়নি।

ম্যাচের শেষ মুহূর্তে যখন খেলা ৯০+৭ মিনিটে রৌনক পাল ম্যাচের একমাত্র গোল করে কাস্টমসকে জয় এনে দেন।

এই হারের ফলে সুপার সিক্সে পৌঁছনো আরও কঠিন হয়ে পড়ল মোহনবাগানের জন্য। ম্যাচ শেষে কাস্টমস কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বলেন,”মোহনবাগানকে আজকের ম্যাচে আমাদের আট গোলে হারানো উচিত ছিল”।

এই ম্যাচের হারের ফলে মোহনবাগান গ্রুপ তালিকায় ৬ নম্বর স্থানে রইলো ১৪ পয়েন্ট নিয়ে। এই গ্রুপের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল, দ্বিতীয় স্থানে রয়েছে সুরুচি সংঘ, এবং তৃতীয় স্থানে রয়েছে ক্যালকাটা কাস্টমস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen