পুজোর আগে বড় সিদ্ধান্ত, পার্ট টাইম কর্মীদের ভাতা বাড়াল রাজ্য

অর্থ দপ্তরের পক্ষ থেকে গত ২৬ আগস্ট এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

August 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪৫: পুজোর আগে রাজ্যের পার্ট টাইম কর্মীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। বিভিন্ন দপ্তর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত পার্ট টাইম চতুর্থ শ্রেণীর কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতদিন তাঁদের মাসিক ভাতা ছিল ২ হাজার টাকা। অর্থ দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে সেই অঙ্ক দাঁড়াচ্ছে মাসিক ৫ হাজার টাকা।

অর্থ দপ্তরের পক্ষ থেকে গত ২৬ আগস্ট এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, ১ আগস্ট থেকেই নতুন ভাতা কার্যকর হবে। বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তিটি রাজ্যের সমস্ত দপ্তর ও অধীনস্থ সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, সরকারি কলেজ, ব্লক অফিস, বিভিন্ন দপ্তর ও সংস্থায় এক থেকে দু’বছরের জন্য চুক্তিভিত্তিক পার্ট টাইম গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করা হয়। দৈনন্দিন প্রশাসনিক কাজ সচল রাখতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন নামমাত্র ভাতায় কাজ করলেও, নতুন সিদ্ধান্তে আর্থিক স্বস্তি মিলবে বলেই মনে করছেন কর্মীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen