Kolkata Metro: আজও অফিস টাইমে মেট্রো বিভ্রাট! Blue Line-এ পরিষেবা না-মেলার অভিযোগ
যাত্রীদের অভিযোগ প্রায় ঘণ্টাখানেক Blue Line মেট্রো পাওয়া যাচ্ছিল না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩৬: দিন দিন দুর্বিষহ হয়ে পড়ছে মেট্রো পরিষেবা। প্রতি দিনই কিছু না কিছু সমস্যায় হয়রান হচ্ছেন নিত্য যাত্রীরা। আজ, বৃহস্পতিবারেও অফিস টাইমে মেট্রো বিভ্রাট হল! জানা যাচ্ছে, টালিগঞ্জ থেকে শহিদ ক্ষদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা মিলছে না।
যাত্রীদের অভিযোগ প্রায় ঘণ্টাখানেক Blue Line মেট্রো পাওয়া যাচ্ছিল না। চরম সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা। জানা গিয়েছে, সকাল ৮টা থেকে এই সমস্যা শুরু হয়েছে। সমস্যার কারণ এখনও জানা যায়নি। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা।
যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মেট্রো মেলেনি। যদিও জানা যাচ্ছে, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।
মেট্রোয় দুর্ভোগ প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সময়ে মেট্রো মিলছে না, কখনও টানেলে জল জমে যাচ্ছে, কখনও যান্ত্রিক ত্রুটি আবার কখনও আত্মহত্যার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়েছে যায়। ক্রমশ ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে কবি সুভাষ স্টেশন। ফলে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা।