অবসরের পথে মেসি? নিজেই দিলেন বড় বার্তা

বিশ্ব ফুটবল জগতে লিওনেল মেসি নামটা এক বড় নক্ষত্র। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ১০ প্লেয়ারের তালিকায় প্রথম দিকে যে তাঁর নাম থাকবে তাতে কোনো সন্দেহ নেই।

August 29, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫০: বিশ্ব ফুটবল জগতে লিওনেল মেসি নামটা এক বড় নক্ষত্র। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ১০ প্লেয়ারের তালিকায় প্রথম দিকে যে তাঁর নাম থাকবে তাতে কোনো সন্দেহ নেই। গত এক দশকের বিশ্ব ফুটবল মানচিত্রে তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তবে এই সাফল্যের পিছনের পথটা কী সত্যি এত সহজ ছিল? না একদমই নয়। আর্জেন্টিনার রোজারজিওতে জন্ম হয় এই বিস্ময় বালকের। ছোট থেকেই শারীরিক উচ্চতার কারণে ভুগতে হয়েছিল এই ছোট ছেলেটিকে। তবে সব বাঁধাকেই অতিক্রম করে আজ সে রাজা। তবে সব রাজার রাজত্বেরই শেষ রয়েছে। মেসিও কি এবার তাঁর বিশ্বফুটবলের রাজত্ব থেকে অবসর নিচ্ছেন?

বর্তমানে তিনি খেলেন আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে। ২০২৩ সালের শুরুতেই তাঁকে সই করিয়ে চমক দেয় এই আমেরিকান ক্লাব। সেই বছরেই সেই লিগের অর্থাৎ মেজর লিগ সকার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামি। সেই ক্লাবের ইতিহাসের খাতায়ও নিজের দুই বছরের জার্নিতে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করেছেন লিও। সদ্য চোট সরিয়ে ফিরে এসে নিজের বুড়ো পায়ের ঝলকানিতে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে লিগ কাপের ফাইনালে তোলেন। তবে এই ম্যাচের পরেই উঠছে তাঁর অবসরের জল্পনা।

লিওনেল মেসি এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের তারিখ ঘোষণা যদিও করেননি। তবে তিনি জানেন, আগামী সপ্তাহে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হতে পারে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে তাঁর শেষ হোম ম্যাচ।

ইন্টার মিয়ামিকে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে জয়ী করে লিগস কাপের ফাইনালে তোলার পর বুধবার রাতে মেসি বলেন, “এটি আমার জন্য খুব, খুব বিশেষ একটি ম্যাচ হতে চলেছে। কারণ এটা শেষ বাছাইপর্বের ম্যাচ।” বর্তমানে ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা আরও জানান, তাঁর পরিবারও মাঠে উপস্থিত থাকবে সেই ম্যাচে।

আগামী বৃহস্পতিবার বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে শেষ রাউন্ডের ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।

মেসি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরের বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন। কাতার ২০২২ বিশ্বকাপে নিজের অধরা স্বপ্ন পূরণ করেছেন তিনি। ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন মেসির বয়স হবে ৪০।

মেসি বলেন, “ভেনেজুয়েলার পর আর কোনো প্রীতি ম্যাচ খেলা হবে কি না জানি না। তবে এটি আমার জন্য বিশেষ এক ম্যাচ, তাই স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন সবাই থাকবে আমার সঙ্গে ওই দিন। এরপর কী হবে, সেটা বলতে পারছি না।”

মেসির এই বক্তব্যের পর দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে লেখে, “দ্য লাস্ট ডান্স ইজ কামিং।”

অন্যদিকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির সম্ভাব্য শেষ হোম ম্যাচ ঘিরে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে সস্তা টিকিট রাখা হয়েছে ১০০ ডলার, আর সবচেয়ে দামি টিকিটের মূল্য প্রায় ৫০০ ডলার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen