ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে, বিক্রি হলো ৪.৩৮ লাখ ডলারে

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অমূল্য এক স্মারক এবার জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষিত হচ্ছে।

August 29, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫২: অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অমূল্য এক স্মারক এবার জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষিত হচ্ছে। কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে ব্যবহৃত একটি ব্যাগি সবুজ টুপি সম্প্রতি ন্যাশনাল মিউজিয়াম অব অস্ট্রেলিয়া কিনে নিয়েছে বিপুল অর্থ ব্যয়ে। প্রায় ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ২,৮৬,৭০০ মার্কিন ডলার) দিয়ে কেনা হয়েছে এই আইকনিক টুপি, যার অর্ধেক খরচ বহন করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল সরকার।

এই টুপিটির গুরুত্ব শুধু ক্রিকেট ইতিহাসেই নয়, বরং জাতীয় গৌরবের সঙ্গেও অঙ্গাঙ্গীভাবে জড়িত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে অনুষ্ঠিত প্রথম অ্যাশেজ সিরিজেই ব্র্যাডম্যান এই টুপি পরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন। সিরিজে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে পুনরুজ্জীবিত করে জাতীয় ক্রিকেটকে। সেই জয়েরই অনুপ্রেরণায় গড়ে ওঠে ১৯৪৮ সালের “ইনভিন্সিবলস” দল, যারা ইংল্যান্ড সফরে অপরাজিত থেকে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছিল।

অস্ট্রেলিয়ার আর্টস মন্ত্রী টনি বার্ক এই টপিকে বর্ণনা করেছেন এক অনন্য জাতীয় ঐতিহ্য হিসেবে। তাঁর ভাষায়, “অস্ট্রেলিয়ায় এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যে ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেনি। বিশ্বের সেরা ক্রিকেটারের ব্যবহৃত এই টুপি এখন জাতীয় জাদুঘরে স্থান পেয়েছে, যা আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ করে দেবে।”

গবেষকরা জানিয়েছেন, ব্র্যাডম্যানের মোট ১১টি ব্যাগি সবুজ টুপির অস্তিত্বের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে, তবে বাকি নয়টির অবস্থান ব্যক্তিগত সংগ্রহে রয়ে গেছে।

ন্যাশনাল মিউজিয়ামের ডিরেক্টর ক্যাথরিন ম্যাকমোহন মনে করেন, এই টুপি শুধু ব্র্যাডম্যানের কীর্তির সাক্ষী নয়, বরং এক কঠিন সময়ে গোটা জাতির মানসিক শক্তি ও আশা জাগানোর প্রতীক। তিনি বলেন, “ব্র্যাডম্যানের ব্যাগি সবুজ টুপি আমাদের ইতিহাসের এমন এক অধ্যায়ের প্রতীক, যখন খেলাধুলার নায়কেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃসময় পেরিয়ে দেশবাসীর মনে আশা জাগিয়েছিলেন। আমরা আনন্দিত যে এই জাতীয় সম্পদ এখন দেশের মানুষদের দেখার জন্য উন্মুক্ত হলো।”

বর্তমানে এই অমূল্য টুপি রাখা হয়েছে ন্যাশনাল মিউজিয়ামের নতুন খোলা ল্যান্ডমার্কস গ্যালারিতে, যেখানে সংরক্ষিত রয়েছে অস্ট্রেলিয়ার ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ নিদর্শন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen