৩১ আগস্ট ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জানুন বিকল্প রুট

রবিবার শহরে বাস, মিনিবাস ও ট্যাক্সির চাপ তুলনামূলকভাবে কম হলেও, বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে প্রতিদিন গড়ে এক লক্ষেরও বেশি যান চলাচল করে।

August 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৭: আরও একবার শহরে যানজটের আশঙ্কা। আগামী ৩১ আগস্ট, রবিবার টানা ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) (Vidyasagar Setu)। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনও যান চলাচল করা যাবে না। ফলে হাওড়া এবং কলকাতার মধ্যে যাতায়াতকারী যাত্রীদের বড় ধরনের সমস্যায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD) সূত্রে জানা গিয়েছে, সেতুর নিয়মিত মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত। গত সপ্তাহেও একই কারণে সেতু বন্ধ রাখা হয়েছিল। এখনও কিছু কাঠামোগত কাজ বাকি থাকায় ফের এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • যাত্রীদের ভোগান্তি এড়াতে লালবাজার একাধিক বিকল্প রুটের ঘোষণা করেছে।
  • এজেসি বোস রোড থেকে আসা গাড়ি: হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জ গেট রোড, তারপর স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ।
  • খিদিরপুর থেকে আসা গাড়ি: ১১ ফার্লং গেট হয়ে হেস্টিংস ক্রসিং ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছবে।
  • বেহালা থেকে আসা গাড়ি: মাঝেরহাট ব্রিজ হয়ে খিদিরপুর, তারপর স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ।
  • হাওড়া থেকে কলকাতাগামী গাড়ি: হাওড়া ব্রিজ ও বিবেকানন্দ সেতুর উপর দিয়ে শহরে প্রবেশ করতে হবে।

রবিবার শহরে বাস, মিনিবাস ও ট্যাক্সির চাপ তুলনামূলকভাবে কম হলেও, বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে প্রতিদিন গড়ে এক লক্ষেরও বেশি যান চলাচল করে। এর সবটাই ওই দিন অন্য সেতুর উপর চাপ ফেলবে। হাওড়া ব্রিজ ও বিবেকানন্দ সেতুতে দীর্ঘ যানজটের আশঙ্কা তৈরি হচ্ছে। পুলিশ জানিয়েছে, বিকল্প রুটগুলিতে বিশেষ ট্রাফিক গার্ড মোতায়েন থাকবে। পাশাপাশি জরুরি পরিষেবার যানবাহনগুলিকে দ্রুত পারাপারের ব্যবস্থা রাখা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen