দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়াল আরসিবি, ২৫ লক্ষ্য টাকা ঘোষণা ম্যানেজমেন্টের তরফে

দুর্ঘটনার পরই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন।

August 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৬: ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবারের আইপিএল (২০২৫) চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু RCB)। কিন্তু সেই আনন্দের রঙ ফিকে হয়ে গিয়েছিল ৪ জুন, যখন দলের বিজয় উদযাপন পরিণত হয় এক মর্মান্তিক মৃত্যু মিছিলে। এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত ফ্যানস পারেড ও সংবর্ধনা ঘিরে ঘটে ভয়াবহ ঘটনা। প্রাণ হারান ১১ জন সমর্থক, যাঁদের সকলের বয়স ছিল চল্লিশের নিচে। আহত হন অন্তত ৫০ জন।


এই দুর্ঘটনায় গোটা রাজ্যজুড়েই নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনার পরই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন। আরসিবি-ও প্রথমে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।


তবে শনিবার এই চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি নতুন করে আরও বড় পদক্ষেপের কথা জানাল। আরসিবি কর্তৃপক্ষ জানায়, নিহত ১১ পরিবারের প্রত্যেককে এবার ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শুধু তাই নয়, আরসিবি কেয়ার্স (RCB CARES) নামে একটি দীর্ঘমেয়াদি সামাজিক কর্মসূচিরও সূচনা করেছে তারা।


দলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে—


“৪ জুন আমাদের হৃদয় ভেঙে গিয়েছিল। আমরা হারিয়েছি আরসিবি পরিবারের ১১ সদস্যকে। তাঁদের না থাকা চিরকাল আমাদের মনে গেঁথে থাকবে। এই ক্ষত কোনোদিন পূরণ হওয়ার নয়। তবু প্রথম পদক্ষেপ হিসেবে, এবং গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ, আমরা প্রত্যেক পরিবারের হাতে ২৫ লাখ টাকা তুলে দিচ্ছি। এটি শুধুই আর্থিক সহায়তা নয়, বরং সহমর্মিতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen