CFL 2025 এর শেষ ম্যাচে ৫-০ গোলে বড় জয় মোহনবাগানের, ম্যাচে হ্যাটট্রিক করেন করণ রাই
শনিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে পাঠচক্রকে ৫-২ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল সবুজ-মেরুন। হ্যাট্রিক করে এই ম্যাচের নায়ক করণ রাই।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪১: কলকাতা লিগের গ্রুপ পর্বে ফের জয়ের স্বাদ পেল মোহনবাগান। গত ম্যাচে ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে সমালোচনার মুখে পড়েছিলেন ডেগি কার্ডোজোর দল। তবে শনিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে পাঠচক্রকে ৫-২ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল সবুজ-মেরুন। হ্যাট্রিক করে এই ম্যাচের নায়ক করণ রাই।
ম্যাচের শুরুথেকেই মোহনবাগান বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে। মাত্র ৬ মিনিটেই পাসাং দোরজি তামাং প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। তবে খুব বেশি সময় এগিয়ে থাকতে পারেনি সবুজ মেরুন। ১৫ মিনিটে পাঠচক্র ম্যাচে সমতা ফেরে। তার পর ২৪ মিনিটে করণ রাই দ্বিতীয় গোল করে ফের ম্যাচে এগিয়ে দেন সবুজ-মেরুনকে। হাফটাইমের ঠিক আগে পীযূষ গোল করলে প্রথমার্ধে ৩-১ ব্যবধানে লিড নেয় মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন করণ রাই। ৪৮ মিনিটে গোল করার পর ৬৫ মিনিটেই নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। যদিও ৬৯ মিনিটে পাঠচক্র আরেকটি গোল শোধ করে ব্যবধান কমায়, কিন্তু তাতে ফলাফলে আর পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত ৫-২ গোলে জয় তুলে নেয় মোহনবাগান।
এই জয়ের পর গ্রুপ পর্বে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে শেষ করল সবুজ-মেরুন। যদিও ‘সুপার সিক্স’-এ খেলার আশা কার্যত ক্ষীণ। কারণ বিতর্কিত মেসারার্স ম্যাচ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূচি অনুযায়ী পাঠচক্রের বিপক্ষে এটাই ছিল মোহনবাগানের শেষ ম্যাচ।