SIR: মমতার সতর্কবার্তা সত্য! ব্যক্তিগত তথ্য সংগ্রহ করায় ধৃত প্রতারক
সতর্ক করেছিলেন মমতা, আর বাংলায় এসআইআর (SIR) নিয়ে তৈরি হওয়া উদ্বেগের মধ্যেই উন্মোচিত হল এক বড় প্রতারণা চক্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১২: সতর্ক করেছিলেন মমতা, আর বাংলায় এসআইআর (SIR) নিয়ে তৈরি হওয়া উদ্বেগের মধ্যেই উন্মোচিত হল এক বড় প্রতারণা চক্র। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ এক অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে, যে নির্বাচন কমিশনের (Election Commission) অনুমোদিত সংস্থার নাম ভাঙিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য (personal data) সংগ্রহ করছিল। ধৃত যুবকের নাম হিমাদ্রি ঘোষ (বয়স ২৪), যার বাসস্থান বর্ধমান শহরের শ্রীপল্লীতে। তাকে বর্ধমান থেকেই আটক করা হয় এবং শনিবার তাকে কাটোয়া মহকুমা আদালতে (court) হাজির করা হয়।
এই ঘটনার সূত্রপাত হয় করজগ্রামের বাসিন্দা অরিন্দম মণ্ডলের একটি লিখিত অভিযোগের (complaint) মাধ্যমে। থানায় তাঁর দায়ের করা অভিযোগে তিনি জানান, কিছুদিন ধরে একদল বহিরাগত ব্যক্তি গ্রামে ঘুরে বেড়াচ্ছে এবং নিজেদের নির্বাচন কমিশনের অনুমোদিত সংস্থার কর্মী বলে দাবি করে ভোটারদের কাছ থেকে নানারকমের ব্যক্তিগত তথ্য জোগাড় করছে। এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে এবং হিমাদ্রি ঘোষকে গ্রেপ্তার করে।
উল্লেখযোগ্য ভাবে, গত ২৮শে অগাষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই বিষয়েই রাজ্যের জনগণকে সতর্ক করেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, সমীক্ষার (survey) নাম করে মানুষের সমস্ত তথ্য নিয়ে গিয়ে ভোটার তালিকা (voter list) থেকে নাম বাদ দেওয়া হতে পারে।
মুখ্যমন্ত্রীর এই সতর্কতার জন্যই কাটোয়ার স্থানীয় বাসিন্দারা সন্দেহের চোখে দেখেন সমীক্ষাকারী দলটিকে, যা শেষ পর্যন্ত পুলিশের এই সফল অভিযান এবং প্রতারক চক্রের এক সদস্যের গ্রেপ্তারের দিকে নিয়ে যায়।