১৫ দিনের মধ্যে সব ইএসআই হাসপাতালে করোনা টেস্ট, জারি নির্দেশ
অনেক ইএসআই হাসপাতালে এখনও কোভিড টেস্ট করা হচ্ছে না। এই কথা জানিয়ে সমস্ত ইএসআই হাসপাতালের মেডিক্যাল সুপারদের চিঠি পাঠিয়েছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি)। পরবর্তী ১৫ দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সুস্থতার হার বৃদ্ধি পেলেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে ইএসআই হাসপাতালগুলির একাংশে এখনও কোভিড টেস্টের পরিকাঠামো না থাকার বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
ইএসআই হাসপাতালগুলির সুপার ছাড়াও নিগমের আঞ্চলিক অধিকর্তাদের পাঠানো ওই চিঠিতে কর্মচারী রাজ্য বিমা নিগমের অন্যতম সহ-অধিকর্তা আদর্শকুমার গৌতম লিখেছেন, ‘দেশের অনেক ইএসআই হাসপাতালে কোভিড টেস্ট এখনও উপলব্ধ নয় বলে খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী ১৫ দিনের মধ্যে যাতে সমস্ত ইএসআই হাসপাতালে করোনা পরীক্ষা শুরু করে দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে হবে।’