Manipur: বিরোধীদের চাপে শেষমেশ মণিপুর যাচ্ছেন মোদী
বিরোধী রাজনৈতিক দলগুলি এই দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর মণিপুর সফর না করাকে ঘিরে তীব্র আক্রমণ শানিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) অবশেষে সফর করতে চলেছেন অশান্ত মণিপুরে (Manipur)। বিরোধী দলগুলির বছরব্যাপী চাপ ও দাবির কারণেই আগামী সেপ্টেম্বর মাসে এই সফরের পরিকল্পনা করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর মণিপুর সফরের জন্য একটি তারিখ নির্ধারণের কাজ চলছে।
২০২৩ সালের মে মাস থেকে কুকি (Kuki) ও মেইতেই (Meitei) সম্প্রদায়ের মধ্যে সংঘাতের জেরে উত্তপ্ত থেকেছে মণিপুর। এই হিংসাত্মক যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার-হাজার মানুষ গৃহহারা হয়েছেন। পরিস্থিতি এখনও সম্পূর্ণ শান্ত হয়নি।
বিরোধী রাজনৈতিক দলগুলি এই দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর মণিপুর সফর না করাকে ঘিরে তীব্র আক্রমণ শানিয়েছে। তারা দাবি করছিলেন যে, প্রধানমন্ত্রীর উচিত সেই রাজ্যে গিয়ে স্থানীয় মানুষের দুর্দশা নিজের চোখে দেখা। প্রধানমন্ত্রী মোদী মণিপুরে সর্বশেষ সফর করেছিলেন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে, সংঘাত শুরুর আগে।
যদিও এখনও সরকারি ভাবে এই সফর নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। সংসদে যতবারই মণিপুরের প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে, ততবারই আলোচনা এড়িয়ে গিয়েছে বিজেপি-সহ কেন্দ্রীয় সরকার। দিনের পর দিন আন্দোলন, ধর্না করেছে বিরোধী দলেরা। একাধিক বিরোধী নেতা ইতিমধ্যেই মণিপুর গিয়েছেন। সেই চাপেই প্রধানমন্ত্রীর সফর, মনে করছেন বিশেষজ্ঞরা।