Air India: ইঞ্জিনে ‘আগুনের’ ইঙ্গিত দিল্লিতে ফিরলো এয়ার ইন্ডিয়ার বিমান
সাম্প্রতিক সময়ে, এয়ার ইন্ডিয়ার বিমানগুলিতে প্রযুক্তিগত সমস্যার ধারাবাহিক ঘটনা ঘটছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৬: আবারও দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলো এয়ার ইন্ডিয়া। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট http://Flightradar24.com-এ পাওয়া তথ্য অনুসারে, ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে থাকার পর রবিবার ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান জরুরি অবতরণ করে সকাল ৬:১৫ টায়।
বিমানটিতে ৯০ জনেরও বেশি যাত্রী ছিলেন।স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করে, ককপিট ক্রু ইঞ্জিনটি বন্ধ করে বিমানটি অবতরণ করে। ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পাওয়ার পরই বিমান দিল্লিতে ফিরে আসে, আপাতত পরিদর্শনের জন্য বিমানটি গ্রাউন্ডেড করা হয়।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানের একটি ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় এবং বিমানটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।যাত্রীদের একটি বিকল্প বিমানে স্থানান্তর করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে, এয়ার ইন্ডিয়ার বিমানগুলিতে প্রযুক্তিগত সমস্যার ধারাবাহিক ঘটনা ঘটছে।