আসছে সৃজিতের নতুন ছবি ‘এম্পারর vs শরৎচন্দ্র’

ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে এক বিশেষ জায়গা দখল করে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘পথের দাবি’।

August 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৪: ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে এক বিশেষ জায়গা দখল করে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘পথের দাবি’। ১৯২৬ সালে আজকের দিনেই (৩১ আগস্ট) প্রকাশিত হয় এই বই। প্রকাশের পরপরই বইটি দেশ জুড়ে আলোড়ন তোলে, আরও জোরালো হয় ব্রিটিশবিরোধী আন্দোলন।

এই উপন্যাস এতটাই প্রভাব ফেলেছিল যে, মাত্র কয়েক মাসের মধ্যেই, ১৯২৭ সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার বইটিকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়। সেই সময় আন্দোলনে সরব হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর-সহ বহু বিশিষ্ট বাঙালি।

আর এই ঘটনাকেই সেলুলয়েডে তুলতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর নতুন ছবির নাম ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এমন নামকরণের কারণ, ব্রিটিশ আমলে মামলার শিরোনামে ব্যবহৃত হত “এম্পারর ভার্সেস” শব্দবন্ধ। যেমন ছিল ‘এম্পারর ভার্সেস অরবিন্দ ঘোষ’। সেই সূত্রেই এমন নামকরণ।

ছবির প্রযোজনায় থাকছে এসভিএফ ও রানা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়া। চিত্রনাট্যের কাজ প্রায় শেষ, সব ঠিক থাকলে এই বছরের নভেম্বরে শুরু হবে শুটিং। মুক্তির দিন ঠিক করা হয়েছে ২০২৬ সালের ১ মে। আজ নিজের ফেসবুকে এই ছবির ঘোষণা করেছেন পরিচালক। ‘পথের দাবি’র শতবর্ষ উপলক্ষে এই বিষয়টি বেছে নিয়েছেন তিনি।
শোনা যাচ্ছে, ছবির শুটিং হবে কলকাতার পাশাপাশি রেঙ্গুনেও। যদিও কারা অভিনয় করবেন, সে ব্যাপারে এখনই মুখ খোলেননি পরিচালক।

উল্লেখ্য, ১৯৭৭ সালে উত্তমকুমার অভিনীত ‘সব্যসাচী’ ছবিটি শরৎচন্দ্রের এই উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছিল। তবে সৃজিত জানিয়েছেন, তাঁর ছবি শুধু উপন্যাস নয়, বরং সেই সময়ের অগ্নিগর্ভ রাজনৈতিক-সামাজিক আবহ, বই নিষিদ্ধ হওয়ার ঘটনা সহ আন্দোলনে যুক্ত বহু ঐতিহাসিক ব্যক্তিত্বকেও তুলে ধরবে।

এক শতাব্দী পেরিয়ে ফের বড়পর্দায় ফিরছে ‘পথের দাবি’র ঝড়, আর সেই ঝড়কেই নতুন রূপ দিতে চলেছেন সৃজিত, স্বভাবতই চমকের অপেক্ষায় দর্শক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen