BWF World Championships: স্বপ্নভঙ্গ! ব্রোঞ্জে থামল সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি

দ্বিতীয় গেমে, সাত্ত্বিক এবং চিরাগ প্রথমেই ৫-১ ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় গেম চিরাগ ও সাত্ত্বিক জিতে নেন ২১-১৮ ব্যবধানে।

August 31, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৩৫: প্যারিসে বসেছে বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের (BWF World Championships) আসর। ভারতীয় শাটলারদের মধ্যে সোনা জয়ের আশা জিইয়ে রেখেছিলেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। পুরুষদের ডাবলসের সেমিফাইনালেই শেষ হয়ে গেল এই জুটির এবারের সফর।

সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ জুটি চীনের চেন বো ইয়াং-লিউ ইয়ের জুটির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিলেন। ব্রোঞ্জ জিতেছেন তাঁরা। এক ঘণ্টা সাত মিনিটের লড়াই পর সাত্ত্বিক-চিরাগ ১৯-২১, ২১-১৮, ১২-২১ ব্যবধানে পরাজিত হন। উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাত্ত্বিক-চিরাগের দ্বিতীয় ব্রোঞ্জ পদক এটি, এর আগে ২০২২ সালে টোকিওতেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁরা ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

প্রথম গেমের শুরুতেই চিরাগ ও সাত্ত্বিক এগিয়ে যান ৪-০ ব্যবধানে বিরতির পর ইয়াং ও ইয়ের জুটি প্রত্যাবর্তন করে। প্রথম গেম ১৯-২১ ব্যবধানে হেরে যান সাত্ত্বিক-চিরাগ।
দ্বিতীয় গেমে, সাত্ত্বিক এবং চিরাগ প্রথমেই ৫-১ ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় গেম চিরাগ ও সাত্ত্বিক জিতে নেন ২১-১৮ ব্যবধানে। তৃতীয় ও নির্ণায়ক গেম চেন এবং লিউ ইয়ে প্রথমেই এগিয়ে যান ৯-০ ব্যবধানে। ১২-২১ ব্যবধানে হেরে গিয়ে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সাত্ত্বিক ও চিরাগকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen