বাঙালি হেনস্থা: ওড়িশায় আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক, কোনওমতে ফিরলেন বাড়িতে
হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে বিনয় বেসরাকে থানায় নিয়ে যায় পুলিশ। থানাতেও ওই পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.৩০: একের পর এক বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাঙালিয়ে শ্রমিকেরা। এবার ডবল ইঞ্জিন ওড়িশায় কাজে গিয়ে ফের আক্রান্ত হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বাংলায় কথা বলার জন্য তাঁকে প্রথমে মারধর করা হয় পরে থানায় নিয়ে গিয়ে পুলিশও ওই পরিযায়ী শ্রমিককে মারধর করে। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিক মালদহে নিজের বাড়িতে ফিরে এসেছেন।
জানা গিয়েছে, ওই আক্রান্ত শ্রমিকের নাম বিনয় বেসরা। মালদহ জেলার গাজোল থানার চিলিমপুর এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, দিন পনেরো আগে ওই আদিবাদী যুবক ওড়িশায় বালিশ চন্দ্রপুর এলাকায় কাজে গিয়েছিলেন। সেখানে অন্যান্যদের সঙ্গে বাংলায় কথা বলছিলেন তিনি। অভিযোগ, ওই এলাকার গ্রামবাসীরা তাঁকে ধরে বেধড়ক মারধর করে। স্থানীয় থানা থেকে পুলিশ সেখানে যায়। হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে বিনয় বেসরাকে থানায় নিয়ে যায় পুলিশ। থানাতেও ওই পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
দুই পায়ের পাতায় মারার ফলে বিনয় হাঁটতে অবধি পারছিলেন না। গুরুতর জখম অবস্থায় ওই যুবক কোনওমতে ওড়িশা থেকে নিজের বাড়িতে ফিরে এসেছেন। চিকিৎসা শুরু হয়েছে তাঁর। শনিবার সন্ধ্যায় আক্রান্ত আদিবাসী পরিযায়ী শ্রমিককে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও ব্লক সভাপতি দীনেশ টুডু। তাঁদের অভিযোগ, বিজেপিশাসিত ওড়িশায় বাংলার শ্রমিককে হেনস্থা করা হয়েছে। বাঙালি হেনস্থা বন্ধ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।