Hockey Asia Cup 2025: হরমনপ্রীতের জোড়া গোলে শেষ চারে ভারত

যা কার্যত নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। দুই ম্যাচে ভারতের পয়েন্ট ৬। এক ম্যাচ বাকি থাকতেই সুপার ফোর-এ পৌঁছে গিয়েছে ভারত।

August 31, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.১৭: পর পর দু’ম্যাচ জিতে Hockey Asia Cup 2025-র শেষ চারে পৌঁছে গেল ভারত। প্রথম ম্যাচে চীনের পর দ্বিতীয় ম্যাচে জাপানকে হারাল হরমনপ্রীতেরা। ৩-২ গোলে জিতল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের সুপার ফোর-এ পৌঁছে গেল Team India, চীনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন হরমনপ্রীত সিং (Harmanpreet Singh)। এদিনও জাপানের বিরুদ্ধে জোড়া গোল করলেন তিনি।

এদিন ৪ মিনিটের মাথায় ভারত এগিয়ে যায় মনদীপ সিংয়ের গোলে। এক মিনিট পরই ভারতের দ্বিতীয় গোল করেন হরমনপ্রীত। খেলা শুরুর ৫ মিনিটের মধ্যে ২-০ এগিয়ে যায় ভারত। তৃতীয় কোয়ার্টারে ৩৮ মিনিটের মাথায় গোল করেন জাপানের কোসেই কাওয়াবে। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। আবার দু’গোলের ব্যবধানে যেতে ভারত।

এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচে ভারতের সামনে কাজাখস্তান, যা কার্যত নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। দুই ম্যাচে ভারতের পয়েন্ট ৬। এক ম্যাচ বাকি থাকতেই সুপার ফোর-এ পৌঁছে গিয়েছে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen