প্রয়াত রামায়ণ টেলিভিশন সিরিজের স্রষ্টা প্রেম সাগর
বাবা রামানন্দ সাগরের সঙ্গেই বেশিরভাগ কাজ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.২৩: প্রয়াত হলেন রামানন্দ সাগরের পুত্র তথা খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা প্রেম সাগর। আজ, রবিবার, ৩১ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। একাধারে তিনি ছিলেন প্রযোজক, অন্যদিকে নির্দেশকও।
তাঁর সৃষ্টির মধ্যে ‘চরস’, ‘আখেন’, ‘আলিফ লায়লা’, ‘লালকার’-র মতো বহু জনপ্রিয় ছবি ও ধারাবাহিক রয়েছে। ‘রামায়ণ’-র জন্যেই সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন তিনি। গড়ে তুলেছিলেন প্রযোজনা সংস্থা ‘সাগর আর্টস’ ব্যানার। ‘সাগর আর্টস’র প্রযোজনাতেই ১৯৮৭ সালে দূরদর্শনে প্রথম সম্প্রচারিত হয়েছিল মহাকাব্যভিত্তিক ধারাবাহিক রামায়ণ। যা ভারতীয় টেলিভিশনের ইতিহাসে মাইলফলক হয়ে রয়েছে।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (FTII) ছাত্র ছিলেন প্রেম সাগর। বাবা রামানন্দ সাগরের সঙ্গেই বেশিরভাগ কাজ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।