Eden Gardens-এ নয়, ডিসেম্বরে Messi show যুবভারতীতে

সূচিতে বদল করা হয়েছে। ইডেন নয়, মেসি শোয়ের জন্য সল্টলেক স্টেডিয়াম অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গণকে বেছে নেওয়া হয়েছে

August 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৫৫: চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয়বারের জন্য ভারতে আসছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিয়োনেল মেসি। ১৩-১৫ ডিসেম্বর ভারতে থাকবেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি। দেশের তিন শহরে কলকাতা, মুম্বই ও দিল্লি একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে কলকাতাবাসীদের উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। যুবভারতীতেই মেসির দর্শন পাবেন শহরের ফুটবল প্রেমীরা। মেসিকে দেখতে কত টাকা খরচ করতে হবে কলকাতাবাসীদের? শোনা যাচ্ছে, সর্বনিম্ন টিকিটের মূল্য হতে পারে ৩৮০০ টাকা।

প্রথমে ঠিক হয়েছিল, কলকাতায় ইডেন গার্ডেন্সে মেসি শো হবে। সেই মতো আয়োজনের প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছিল। সূচিতে বদল করা হয়েছে। ইডেন নয়, মেসি শোয়ের জন্য সল্টলেক স্টেডিয়াম অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গণকে বেছে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ২ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিরুদ্ধে যুবভারতীতেই প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসি। তবে এবার মেসিকে বল পায়ে মাঠে নামতে দেখা যাবে না। তিনি কচিকাঁচাদের নিয়ে ফুটবল ক্লিনিকে অংশ নেবেন। সেলিব্রেটিদের ম্যাচ হওয়ার কথা রয়েছে। মেসিকে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen