নজির গড়ল ইস্টবেঙ্গল! এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে লাল-হলুদের মেয়েরা
মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৮: মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে নমপেন ক্রাউনকে হারানোর জেরে মাত্র ১ পয়েন্ট দরকার ছিল লাল-হলুদ ব্রিগেডের মেয়েদের। আজ কাম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে হংকংয়ের ক্লাব কিটচির সঙ্গে ১-১ গোলে ড্র করল লাল-হলুদ। উল্লেখ্য, এর আগে ভারত থেকে একমাত্র ওড়িশা এফসি মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছিল। সেই তালিকায় যুক্ত হল ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন সঙ্গীতা বাসফোর। ম্যাচের ৯ মিনিটের মধ্যেই ফাজিলার তৈরি করে দেওয়া বল জালে জড়িয়ে দেন বাংলার মেয়ে সঙ্গীতা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে কিটচি সমতা ফেরায়। ৫৯ মিনিটে গোল করেন হো মুই মেই। শেষ পর্যন্ত ফলাফল হয় ১-১। ড্র করেও মূল পর্বে উঠল ইস্টবেঙ্গল।