Weather Update: ২ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি
সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় রোদ দেখা দিলেও বেলার দিকে মেঘলা আকাশ থাকবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ২ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা আছে আগামী শুক্রবার পর্যন্ত। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় রোদ দেখা দিলেও বেলার দিকে মেঘলা আকাশ থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে।