Earthquake in Afghanistan: ৬০০ ছাড়াল মৃতের সংখ্যা, আহতের সংখ্যা হাজারের বেশি মানুষ!

আতঙ্ক ছড়িয়েছে আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান ও ভারতের বেশ কিছু অঞ্চলেও

September 1, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:৫২: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প। রবিবার মধ্যরাতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬। এর পর ভূমিকম্প পরবর্তী কম্পনে (আফটারশক) বেশ কয়েক বার কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫।

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান। সরকারি হিসাব বলছে, এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে এবং আহত অন্তত ৫০০। তবে সরকারি রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) দাবি করেছে, মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৬০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে খবর। তবে সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

ভূমিকম্পটি রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে, নানগড়হার প্রদেশে। প্রত্যন্ত পাহাড়ি এই অঞ্চলেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

উদ্ধারকাজ জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রক কুনার প্রদেশে পাঠিয়েছে ৩০ জন চিকিৎসক ও ৮০০ কেজি ওষুধ। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য তদারকি করছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের প্রধান এবং তালিবান নেতা মোল্লা নূরউদ্দিন তুরাব।

আফগানিস্তান ভৌগোলিক কারণে ভূমিকম্পপ্রবণ। ইউরেশিয়ান ও ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হিন্দুকুশ অঞ্চলেই নিয়মিত কম্পন হয়। এর আগেও ২০২৩ সালের অক্টোবরে পশ্চিম আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২,০০০ মানুষ।

আতঙ্ক ছড়িয়েছে আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান ও ভারতের বেশ কিছু অঞ্চলেও। রাত ১২টা ৪৭ মিনিট নাগাদ হঠাৎই কম্পন অনুভূত হয়। ঘুম ভেঙে অনেক মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসেন। রাজধানী দিল্লি-সহ উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায়ও ভূমিকম্পের আঘাত টের পাওয়া যায়। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।

ভূমিকম্পটির (Earthquake) কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের জালালাবাদ থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মাটি থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভূপৃষ্ঠের কাছাকাছি এভাবে ভূমিকম্প হলে সেটি অনেক বেশি বিপজ্জনক হয়, কারণ এর প্রভাব দ্রুত পৃষ্ঠে পৌঁছে যায় এবং ঘরবাড়ি ভাঙনের সম্ভাবনা বেড়ে যায়। প্রথমে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen