তথ্য যাচাই বিভাগে ফিরে যান

পশ্চিম মেদিনীপুরে ধর্ষণ নিয়ে ফেসবুকে ভুয়ো পোস্ট, গ্রেফতার বিজেপি নেত্রী

October 3, 2020 | < 1 min read

একদিকে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী। অন্যদিকে, বিজেপির যুব নেতার নামে ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার অভিযোগ।
দুই জেলায় দুই ঘটনা।

সম্প্রতি, বিজেপির মহিলা মোর্চার নেত্রী শর্বরী সেনগুপ্তর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে লেখা, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় একটি ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে দাবি, ডেবরার তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু, পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণ ও খুনের প্রমাণ মেলেনি।
এরপরই, ফেসবুকে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে, হুগলির ডানকুনির বাড়ি থেকে শুক্রবার সকালে বিজেপি নেত্রীকে গ্রেফতার করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। যদিও বিজেপির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দলীয় নেত্রীকে।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বারাসাতে, বিজেপির যুব নেতার নামে ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরির অভিযোগ।অভিযোগ, ওই অ্যাকাউন্ট থেকে এক গৃহবধূকে দলে পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অশ্লীল চ্যাট করা হত। বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী বিজেপি নেতা কৌশিক মজুমদার। ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি।

ঘটনার নেপথ্যে কে বা কারা, খতিয়ে দেখছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#fake News, #bjp

আরো দেখুন