রানি রাসমণি অ্যাভিনিউয়ে আজ থেকে ভাষা আন্দোলন, জেলা-জেলায় প্রতিবাদ মিছিলে তৃণমূল
মেয়ো রোডের ধর্নামঞ্চে সেনার হস্তক্ষেপের পর প্রতিবাদের আরও ঝাঁঝ বাড়াল তৃণমূল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: মেয়ো রোডের ধর্নামঞ্চে সেনার হস্তক্ষেপের পর প্রতিবাদের আরও ঝাঁঝ বাড়াল তৃণমূল। মঙ্গলবার দুপুর থেকে জেলা, ব্লক, ওয়ার্ড – সব জায়গায় মিছিল করবে শাসকদল। পাশাপাশি আজ থেকেই রানি রাসমণি অ্যাভিনিউতে শুরু হচ্ছে ভাষা সন্ত্রাসবিরোধী কর্মসূচি, যা চলবে প্রতিদিন।
সোমবার দুপুরে মেয়ো রোডে তৃণমূলের আন্দোলন মঞ্চে সেনার প্রবেশ ঘিরে তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাকে কাঠগড়ায় না দাঁড় করিয়ে সরাসরি বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “সেনারা আমাদের বন্ধু। বিজেপির নির্দেশে তাঁদের ব্যবহার করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, রাজনৈতিক লাভ।” তিনি আরও জানান, পুলিশ বা দলকে না জানিয়ে মঞ্চে হাত দেওয়া একেবারেই অনভিপ্রেত। “আপত্তি থাকলে আমরা নিজেরাই মঞ্চ সরিয়ে নিতাম,” মন্তব্য মমতার।
মেয়ো রোড থেকে সরে এবার রানি রাসমণি অ্যাভিনিউকে কেন্দ্র করেই চলবে আন্দোলন। শনি-রবিবার নয়, প্রতিদিন ধর্না-মিছিলের কর্মসূচি চলবে বলে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী।