পঞ্জাবের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে গিল সহ একাধিক সেলিব্রেটি

বন্যার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এগিয়ে এসেছেন পঞ্জাবি তারকারাও।

September 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৫: ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করলেন পঞ্জাবের ভয়াবহ বন্যার ক্ষতির জন্য। ভারতের পঞ্জাব, যে রাজ্য থেকে তিনি উঠে এসেছেন, সেখানে গত কয়েক সপ্তাহের বন্যাকে “সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ঙ্কর” বলে চিহ্নিত করা হয়েছে। গিল নিজের সমাজ মাধ্যমে এক বার্তায় লিখেছেন, “আমার পঞ্জাবকে বন্যায় বিধ্বস্ত অবস্থায় দেখে আমার মন একদম ভেঙে গেছে। প্রতিটি বিপর্যয়ের থেকেও শক্তিশালী আমাদের পঞ্জাব। আমরা আবার ঘুরে দাঁড়াব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি প্রার্থনা রইল। আমি সবসময় আমার মানুষের পাশে আছি।”

সরকারি হিসাবে জানা গেছে, ইতিমধ্যেই ২৯ জনের মৃত্যু হয়েছে। এক হাজারেরও বেশি গ্রাম জলমগ্ন। ৬,৫০০-র বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে এবং তাঁদের জন্য ১২২টি ত্রাণশিবির খোলা হয়েছে। হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর থেকে নেমে আসা অতিবৃষ্টির জল এবং বাঁধ থেকে ছাড়া জলের কারণে পঞ্জাবের শতাধিক গ্রাম ডুবে রয়েছে। বিশেষত রবি, বেয়াস ও শতদ্রু নদী স্বাভাবিক প্রবাহের থেকে বহু গুণ বেড়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে।

বন্যার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এগিয়ে এসেছেন পঞ্জাবি তারকারাও। গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ১০টি গ্রাম দত্তক নিয়েছেন, যেখানে তাঁর টিম খাদ্য, ওষুধ ও পানীয় জলের ব্যবস্থা করছে। পাশাপাশি অম্মি ভির্ক, সোনম বাজওয়াও ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করছেন।

এদিকে গিল এখন বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে প্র্যাকটিস করছেন। আসন্ন এশিয়া কাপের (৯ সেপ্টেম্বর শুরু, সংযুক্ত আরব আমিরশাহিতে) আগে তিনি ফিটনেস টেস্ট পাস করেছেন। এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেই সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen