পুজোর মুখে দীঘার সৌন্দর্যায়নে বড়সড় উদ্যোগ DSDA-র, প্রকল্পে বরাদ্দ ৪ কোটি টাকা

দীঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ প্রায় ৪ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রাস্তা সংস্কার, নিকাশি নালা ও সুয়ারেজ সিস্টেম ঢেলে সাজানো হবে।

September 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭:৩৫: পুজোর আগে নতুন রূপে সাজতে চলেছে সমুদ্রতীরের শহর দীঘা। দীঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ (ডিএসডিএ) প্রায় ৪ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রাস্তা সংস্কার, নিকাশি নালা ও সুয়ারেজ সিস্টেম ঢেলে সাজানো হবে।

জেলাশাসক পূর্ণেন্দু মাজী জানিয়েছেন, ইতিমধ্যেই রাস্তার কাজের জন্য টেন্ডার ডাকা হয়েছে। পিএইচই দপ্তরের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা খরচ করে সুয়ারেজ ব্যবস্থার পুনর্গঠন হবে। বহু জায়গায় পুরনো নালা ভেঙে পড়েছে, কোথাও আবার দখল হয়ে দোকানপাট গজিয়ে উঠেছে। তাই দ্রুত কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসডিএ সূত্রে খবর, ওল্ড দীঘার শিবালয় ঘাট রোড, কল্যাণ কুটির রোড, নেহরু মার্কেট মোড় ঘাট রোড, অপরাজিতা ঘাট রোড, নিউ দীঘার পিকনিক স্পট থেকে ঢেউসাগর রোড এবং অমরাবতী পার্ক থেকে বাইপাস রোড সংস্কার করা হবে। এছাড়া, দীঘা থানা থেকে উদয়পুর বর্ডার পর্যন্ত ফোরশোর রোডের দু’ধারে ফেন্সিং হবে, যার জন্য ধরা হয়েছে প্রায় ৩১ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে দীঘায় পর্যটকের ভিড় বেড়েছে। কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, “প্রভুর নবআলয় ঘিরে ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। পুজোয় দর্শনার্থীর ঢল নামবে বলেই আমরা আশা করছি। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।”

পুজোর আগে হোটেল বুকিংও জোরকদমে চলছে। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, “আমাদের ধারণা, এ বছর পুজোয় দীঘা কার্যত হাউসফুল হয়ে যাবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen