Kolkata Metro: বুধবার থেকে বন্ধ ব্লু লাইনের নাইট স্পেশ্যাল মেট্রো, কেন এই সিদ্ধান্ত?
শহরের নিশি যাত্রীদের জন্য খারাপ খবর। ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে ব্লু লাইনের নাইট স্পেশ্যাল মেট্রো পরিষেবা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:৩৫: শহরের নিশি যাত্রীদের জন্য খারাপ খবর। এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামীকাল, ৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে ব্লু লাইনের নাইট স্পেশ্যাল মেট্রো পরিষেবা। মঙ্গলবার কলকাতা মেট্রোর তরফে এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতদিন কবি সুভাষ ও দমদম থেকে রাত ১০টা ৪০ মিনিটে যে বিশেষ মেট্রো ছাড়ত, তা আর চলবে না। শহিদ ক্ষুদিরাম থেকে শেষ নাইট স্পেশ্যাল ছাড়ত রাত ১০টা ৪৩-এ, কিন্তু এখন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৩-এ, যা দমদমে পৌঁছবে রাত ১০টা ২৯-এ।
অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮-এ, এবং ক্ষুদিরামে পৌঁছবে রাত ১০টা ২৫-এ।
নতুন তিনটি মেট্রো সেকশন চালু হওয়ার পর থেকেই ব্লু লাইনে পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। সময়সূচি অনুযায়ী ট্রেন না চলা, যাত্রী ভোগান্তি – এই সব অভিযোগের মধ্যেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ‘অপারেশনাল কারণে’ নাইট স্পেশ্যাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে, এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।