Kolkata Metro: বুধবার থেকে বন্ধ ব্লু লাইনের নাইট স্পেশ্যাল মেট্রো, কেন এই সিদ্ধান্ত?

শহরের নিশি যাত্রীদের জন্য খারাপ খবর। ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে ব্লু লাইনের নাইট স্পেশ্যাল মেট্রো পরিষেবা।

September 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:৩৫: শহরের নিশি যাত্রীদের জন্য খারাপ খবর। এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামীকাল, ৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে ব্লু লাইনের নাইট স্পেশ্যাল মেট্রো পরিষেবা। মঙ্গলবার কলকাতা মেট্রোর তরফে এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতদিন কবি সুভাষ ও দমদম থেকে রাত ১০টা ৪০ মিনিটে যে বিশেষ মেট্রো ছাড়ত, তা আর চলবে না। শহিদ ক্ষুদিরাম থেকে শেষ নাইট স্পেশ্যাল ছাড়ত রাত ১০টা ৪৩-এ, কিন্তু এখন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৩-এ, যা দমদমে পৌঁছবে রাত ১০টা ২৯-এ।
অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮-এ, এবং ক্ষুদিরামে পৌঁছবে রাত ১০টা ২৫-এ।

নতুন তিনটি মেট্রো সেকশন চালু হওয়ার পর থেকেই ব্লু লাইনে পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। সময়সূচি অনুযায়ী ট্রেন না চলা, যাত্রী ভোগান্তি – এই সব অভিযোগের মধ্যেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ‘অপারেশনাল কারণে’ নাইট স্পেশ্যাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে, এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen