বিধান ভবনে ভাঙচুর-কাণ্ডে অবশেষে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিংহ

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক ইলেকট্রনিক ডিভাইস ও যোগাযোগের সূত্র ধরে রাকেশের অবস্থান চিহ্নিত করা হয়।

September 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: বিধান ভবনে ভাঙচুর-কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। মঙ্গলবার গভীর রাতে ট্যাংরা এলাকার একটি গোপন ঠিকানা থেকে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আজ বুধবার তাঁকে শিয়ালদহ আদালতে হাজির করানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক ইলেকট্রনিক ডিভাইস ও যোগাযোগের সূত্র ধরে রাকেশের অবস্থান চিহ্নিত করা হয়। এর আগে তাঁর ছেলে শিভম সিংহকে গ্রেপ্তার করা হয়, যিনি ভাঙচুরে ব্যবহৃত গাড়ির মালিক এবং বাবাকে পালাতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহের শুক্রবার সকাল ১১টায়, যখন রাকেশ সিংহের নেতৃত্বে বিজেপি কর্মীরা মৌলালির প্রদেশ কংগ্রেস অফিসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ছবিতে কালি ছিটিয়ে দেওয়া হয়, ছেঁড়া হয় ব্যানার ও পোস্টার।

শুক্রবারের হামলার ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিংহের বিরুদ্ধে এন্টালি থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের পাশাপাশি একাধিক ফৌজদারি ধারায় মামলা রুজু হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ৩১ আগস্ট রাতে রাকেশের বাড়িতে তল্লাশি চালানো হয়, যেখানে তাঁর অনুপস্থিতিতে ছেলের কাছ থেকে গাড়ির চাবি উদ্ধার করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen