সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে এফআইআর, অভিযোগ প্রতারণা…
বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালী আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালী আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তাঁর আগামী বড় বাজেটের ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং ঘিরে এবার বিকানেরের বিচওয়াল থানায় এফআইআর দায়ের হয়েছে। স্থানীয় লাইন প্রোডিউসার প্রতীক রাজ মাথুর অভিযোগ করেছেন, বনশালী এবং তাঁর টিমের দুই সদস্য অরবিন্দ গিল ও উৎকর্ষ বালি প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন। আদালতের নির্দেশে সোমবার বিকেলে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতীক রাজ মাথুরকে প্রথমে ছবির লাইন প্রোডিউসার হিসেবে চুক্তি দেওয়া হয়। তিনি শুটিংয়ের জন্য বিকানের বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে কথাবলা থেকে শুরু করে প্রয়োজনীয় যাবতীয় আয়োজন করেন। কিন্তু, অভিযোগ অনুযায়ী, কাজের বড় অংশ শেষ করার পর হঠাৎ তাঁর চুক্তি বাতিল করে দেওয়া হয় এবং কোনও পারিশ্রমিকও দেওয়া হয়নি তাকে।
প্রতীকের দাবি, তিনি যখন ছবির টিমের সঙ্গে দেখা করতে একটি হোটেলে যান, তখন বনশালী ও তাঁর সহযোগীরা তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। এর পরই তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে এফআইআর দায়ের হয় প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভয় দেখানোর ধারায়। বর্তমানে মামলার তদন্তের দায়িত্বে আছেন বিচওয়াল থানার এসএইচও গোবিন্দ সিং চারণ।
তদন্তে নেমেছে পুলিশ, পুলিশ সূত্রে খবর, খুব শীঘ্রই বনশালী ও তাঁর টিমের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের বক্তব্য রেকর্ড করা হবে এবং তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।
‘লাভ অ্যান্ড ওয়ার’ সঞ্জয়লীলা বনশালীর স্বপ্নের প্রজেক্ট। ছবিতে অভিনয় করছেন বলিউডের তিন বড় তারকা রণবীর কাপূর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। এটি একটি এপিক রোমান্টিক ড্রামা, যা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। শুটিং শুরু হয়েছে বিকানর সহ বেশ কয়েকটি রাজস্থানি লোকেশনে।
বনশালীর সঙ্গে রাজস্থানের বিতর্ক নতুন নয়। এর আগেও তাঁর পদ্মাবত’ ছবিকে ঘিরে রাজস্থানে তীব্র বিরোধিতা হয়েছিল এবং ছবির শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার আবারও শুটিং চলাকালীন আইনি জটিলতায় জড়ালেন তিনি।