করম পুজোয় আদিবাসীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
করম পুজোকে (Karam Puja) কেন্দ্র করে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড়ে বরাবরই সরকারি ছুটি থাকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:০০: করম পুজোর সকালে রাজ্যের আদিবাসী সমাজকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরো এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছি।”
করম পুজোকে (Karam Puja) কেন্দ্র করে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড়ে বরাবরই সরকারি ছুটি থাকে। পশ্চিমবঙ্গেও ছুটি ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে সরব ছিলেন কুরমি জনজাতির মানুষজন। বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতোও মুখ্যমন্ত্রীকে টুইট ও চিঠি দিয়ে ছুটির আর্জি জানিয়েছিলেন। প্রথমে আঞ্চলিক ছুটি ঘোষণা হলেও পরে সেটি পূর্ণাঙ্গ রাজ্য ছুটিতে রূপান্তরিত হয়।
শুধু করম পুজোই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মনে করিয়ে দেন, আদিবাসী সমাজের প্রতি শ্রদ্ধা জানাতে বিরসা মুন্ডার জন্মদিন (১৫ নভেম্বর), পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন এবং হুল দিবসেও রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী লেখেন, “পবিত্র করম পরব উপলক্ষে সারা বাংলা তথা ভারতবর্ষের তথা সারা বিশ্বের সমস্ত আদিবাসী মানুষকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। ”
করম পুজো মূলত কৃষিকাজ ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর উৎসব। পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এই উৎসবকে ঘিরে সামাজিক মিলনমেলার পরিবেশ তৈরি হয়। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তাই রাজ্যের আদিবাসী সমাজে (Tribal Society) বিশেষ গুরুত্ব পাচ্ছে।