অতিরিক্ত ১০ কোটি কর্মদিবস পাবে বাংলা
চলতি অর্থবর্ষের প্রথম ছমাসেই ১০০ দিনের কাজে ২২ কোটি কর্ম দিবসের লক্ষ্যমাত্রা ছুঁয়েছে বাংলা। এর ফলে কেন্দ্র বাধ্য হয়ে আরও ১০ কোটি কর্মদিবস দিয়েছে বাংলাকে।
এক আধিকারিক জানান, এই অর্থবর্ষে কেন্দ্র ২২ কোটি কর্মদিবস দেয় রাজ্যকে। সেপ্টেম্বরের মাঝেই রাজ্য ২১.৭৬ কোটি কর্মদিবস পূর্ণ করে ফেলেছে। এর ফলে রাজ্য কেন্দ্রের অনুমতি নিয়ে আরও ১০ কোটি কর্মদিবসের লক্ষ্যমাত্রা তৈরি করেছে।
এপ্রিলের প্রথমে এই কাজের জন্য রাজ্য ৫৮০০ কোটি টাকার বরাদ্দ করে যার ৯৫ শতাংশ শেষ হয়ে গেছে প্রথম ছমাসে। এই করোনা পরিস্থিতিতে ছমাসের মধ্যে ২২ কোটি কর্মদিবসের লক্ষ্যমাত্রা পূরণ করা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, রাজ্য প্রশাসন গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে যে আন্তরিক প্রয়াস চালিয়েছে করোনার সময়, এই সফলতা তারই ফল।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে এই বছরের মে – জুন মাসে ১০০ দিনের কাজের প্রকল্পে আরও ৬ লক্ষ নতুন কাজ নথিভুক্ত হয়েছে। এতে মনে করা হচ্ছে এই নতুনরা বেশিরভাগ পরিযায়ী শ্রমিক।
উল্লেখ্য, আনুমানিক ১২ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফেরার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ১০০ দিনের কাজে অন্তর্ভুক্ত করার জন্য জোর দিয়েছিলেন।