Putin: শুল্ক নিয়ে মোদীর “বন্ধু” ট্রাম্পকে হুঁশিয়ারি পুতিনের
চীনে অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন এবং একটি সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণের পর সাংবাদিক সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৪: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত ও চীনের ওপর শুল্ক ও নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ প্রয়োগ না করার পরামর্শ দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “এ ভাবে ভারত বা চীনের সঙ্গে কথা বলা যায় না।” কার্যত, নরেন্দ্র মোদীর “ফ্রেন্ড” ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।
চীনে অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন এবং একটি সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণের পর সাংবাদিক সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। পুতিন ট্রাম্প প্রশাসনের ওপর এশিয়ার দুই শক্তিশালী দেশকে দুর্বল করতে অর্থনৈতিক চাপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ তোলেন। ভারত ও চীনকে “পার্টনার” আখ্যা দিয়ে পুতিন বলেন, মার্কিন শুল্ক নীতি এই দেশগুলোর নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা মাত্র। উল্লেখ্য, ট্রাম্পের পূর্ব সময়কালে নরেন্দ্র মোদী আদি মিত্র রাশিয়াকে ছেড়ে আমেরিকার দিকে ঝুঁকেছিলেন, যার মাশুল এখন গুনতে হচ্ছে দেশকে।
পুতিন বলেন, উভয় দেশের রাজনৈতিক চিন্তাভাবনার ওপর ইতিহাসের গভীর প্রভাব রয়েছে। পুতিন আরও জোর দিয়ে বলেন যে, ওয়াশিংটনের বক্তব্যের মধ্যে একটি ঔপনিবেশিক চিন্তাভাবনা প্রতিধ্বনিত হয়। “ঔপনিবেশিক যুগ (colonial era) এখন শেষ। তাঁদের (আমেরিকা) বুঝতে হবে যে পার্টনারদের সঙ্গে কথা বলার সময় তাঁরা এই শব্দগুলো ব্যবহার করতে পারে না।”