শেষবারের মতো মাঠে নামছেন ধোনি? ২০২৬ এর আইপিএল ‘মাহির’ শেষ টুর্নামেন্ট!
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের (csk) হয়ে শেষবারের মতো মাঠে নামতে চলেছেন ‘ক্যাপ্টেন কুল’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৮: ভারতীয় ক্রিকেটের একটু সবচেয়ে বড় নাম এমএস ধোনি। তার অবসর নিয়ে জল্পনা চলছে বহু বছর ধরেই। তবে নতুন গুঞ্জন ক্রিকেট দুনিয়ায় নতুন উত্তেজনা ছড়িয়েছে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের (csk) হয়ে শেষবারের মতো মাঠে নামতে চলেছেন ‘ক্যাপ্টেন কুল’। ৪৪ বছর বয়সে দাঁড়িয়ে ধোনি নাকি আরও একবার হলুদ জার্সি গায়ে চাপিয়ে বিদায় জানাতে চান ক্রিকেটকে।
ক্রিকেট মহলের খবর, এন. শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংসের চেয়ারম্যান হিসেবে ফিরে আসা ধোনির সিদ্ধান্তকে অনেকটাই প্রভাবিত করেছে। সিএসকের শুরুর সাফল্যের পেছনে শ্রীনিবাসনের বড় ভূমিকা ছিল। তবে ২০১৫ সালে কিছু অভিযোগ এবং বেটিং কেলেঙ্কারির জেরে তাকে পদ থেকে সরে যেতে হয়েছিল। চলতি বছরের মে মাসে তিনি আবারও চেয়ারম্যানের পদে ফিরে আসেন এবং তার মেয়ে রূপা ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন। এই পুরনো সম্পর্ক এবং শ্রীনিবাসনের ফেরার খবরে ধোনির ভেতরে এক নতুন উদ্দীপনা জেগেছে বলে সূত্রের খবর।
২০২৫ সালে রুতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে ধোনি আবারও সিএসকের নেতৃত্বে ফেরেন। কিন্তু আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে শেষ করে। এই ব্যর্থতা ধোনিকে আরও অনুপ্রাণিত করেছে। তিনি চান, নিজের শেষ মরশুমে সিএসকেকে নিয়ে ষষ্ঠ আইপিএল শিরোপা জিততে যা এখনও কোনও ফ্র্যাঞ্চাইজি করতে পারেনি।
যদিও সবকিছুই এখনো গুজবের পর্যায়ে। ধোনি কিংবা সিএসকে শিবিরের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বর্তমানে ধোনি ক্রিকেট থেকে দূরে রয়েছেন এবং যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। সম্প্রতি তাকে নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেনের ম্যাচে নোভাক জকোভিচের খেলা উপভোগ করতে দেখা গেছে।