আইপিএলের টিকিটে বাড়তি খরচা! ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে ৪০% জিএসটি

কেন্দ্র সরকার প্রিমিয়াম ক্রীড়া ইভেন্টগুলোর ওপর জিএসটি হার ২৮% থেকে বাড়িয়ে ৪০% করেছে। নতুন করহার ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

September 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৩: ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ! আইপিএলের ম্যাচ সরাসরি মাঠে গিয়ে দেখতে এবার আরও পকেট খালি করতে হবে। কেন্দ্র সরকার প্রিমিয়াম ক্রীড়া ইভেন্টগুলোর ওপর জিএসটি হার ২৮% থেকে বাড়িয়ে ৪০% করেছে। ফলে আইপিএল টিকিট এখন ক্যাসিনো, রেস ক্লাব এবং বিলাসবহুল পণ্যের মতো একই কর শ্রেণিতে চলে গেল। নতুন করহার ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

আগের দাম অনুযায়ী, ১,০০০ টাকার টিকিটে ২৮০ টাকা জিএসটি যুক্ত হয়ে মোট দাম দাঁড়াত ১,২৮০ টাকা। কিন্তুএখন এই টিকিটের দাম হবে ১,৪০০ টাকা অর্থাৎ প্রতি ১,০০০ টাকায় অতিরিক্ত ১২০ টাকার বাড়তি খরচা , যা কার্যত ১২% খরচ বৃদ্ধির সমান।

বিভিন্ন টিকিট মূল্যের হিসাব:

৫০০ টাকার টিকিট – ৭০০ টাকা (আগে ছিল ৬৪০ টাকা)
১,০০০ টাকার টিকিট – ১,৪০০ টাকা (আগে ছিল ১,২৮০ টাকা)
২,০০০ টাকার টিকিট – ২,৮০০ টাকা (আগে ছিল ২,৫৬০ টাকা)

নতুন ৪০% জিএসটি হার সব আইপিএল টিকিটের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। সরকার জানিয়েছে, এই পদক্ষেপ উচ্চমূল্যের, অপ্রয়োজনীয় বিনোদনা ট্যাক্স বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ ক্রীড়া ইভেন্ট এবং আইপিএলের মতো বাণিজ্যিক টুর্নামেন্টের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হলো। তবে টিকিটের ওপর অতিরিক্ত জিএসটির পাশাপাশি স্টেডিয়ামের সার্ভিস চার্জ এবং অনলাইন বুকিং ফি মিলিয়ে দর্শকদের খরচ আরও বেড়ে যাবে। যদিও ঘোষণায় কেবল আইপিএল-এর কথা বলা হয়েছে, এখনও নিশ্চিত নয় যে প্রো কবাড্ডি লিগ (পিকেএল) বা ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর টিকিটও কি একই হারে করের আওতায় পড়বে কি না।

টিম ইন্ডিয়ার ম্যাচ দেখতে চাওয়া সমর্থকদের জন্য অবশ্য স্বস্তির খবর আছে। আন্তর্জাতিক ম্যাচ বা স্বীকৃত ক্রীড়া ইভেন্টগুলোর টিকিটে আগের মতোই ১৮% জিএসটি প্রযোজ্য হবে। এমনকি ৫০০ টাকার কম দামের টিকিটে কোনো জিএসটি নেওয়া হবে না।

আগামী মাসে ভারত প্রথমে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ খেলবে। এরপর ২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করবে ভারত। তাই টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক ম্যাচে টিকিটের খরচ বাড়বে না, কিন্তু আইপিএল দেখতে গেলে ভক্তদের কাঁধে বাড়তি আর্থিক চাপ বহন করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen