ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার টেলিভিশন অভিনেতা আশিস কপূর
অভিযোগ, এক হাউস পার্টিতে এক মহিলাকে মাদক খাইয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কপূর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৭: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কপূর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন। অভিযোগ, এক হাউস পার্টিতে এক মহিলাকে মাদক খাইয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। সোমবার রাতে পুণে থেকে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিসিপি (নর্থ) রাজা বনঠিয়া।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিত মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়। তদন্তে প্রাথমিক প্রমাণ মেলার পর আশিস কপূরকে পুণে থেকে আটক করে দিল্লিতে আনা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন হাউস পার্টিতে আরও অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের জবানবন্দিও নেওয়া হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ডিসিপি রাজা বনঠিয়া জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে প্রমাণ মিললেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
অন্যদিকে, আশিস কপূরের আইনজীবীর দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিনেতাকে ফাঁসানো হচ্ছে। তবে পুলিশ সূত্রের বক্তব্য, তদন্তে যে প্রমাণ মিলেছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
আশিস কপূর টেলিভিশন জগতের পরিচিত নাম। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। হঠাৎ তাঁর গ্রেপ্তারির ঘটনায় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আইন অনুযায়ী দোষ প্রমাণিত হলে অভিনেতার কেরিয়ার বড় ধাক্কা খাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন নজর তদন্তের অগ্রগতির দিকে।