Weather Update: আজ রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা কোন জেলায়?
আগামী রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলোয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হবে। আগামী রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলোয়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি। যদিও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।