বিমায় GST শূন্য হলেও পুরো লাভ গ্রাহকের নয়
বিমা সংস্থাগুলি এতদিন প্রিমিয়ামের উপর গ্রাহকের থেকে যে জিএসটি আদায় করত , তা থেকে নিজেদের ব্যবসার খরচের জন্য দেওয়া জিএসটি বাদ দিয়ে সরকারের কাছে জমা দিত।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: অবশেষে জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় জিএসটি মকুব করল কেন্দ্র। এতদিন যেখানে বিমা প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হত, সেখানে নতুন সিদ্ধান্তে সেই হার নেমে এল শূন্যে। স্বাভাবিকভাবেই সাধারণ বিমা গ্রাহকদের জন্য এটি স্বস্তির খবর। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে গ্রাহকরা পুরো সুবিধা পাবেন না। কারণ বিমা সংস্থাগুলির ব্যবসা পরিচালনার খরচের উপর যে জিএসটি (GST) দিতে হয়, সেই ব্যয় তারা গ্রাহকের উপরেই চাপাবে। ফলে প্রিমিয়াম খরচ বাড়বে কিছুটা।
বিমা সংস্থাগুলি এতদিন প্রিমিয়ামের উপর গ্রাহকের থেকে যে জিএসটি আদায় করত (Output Tax), তা থেকে নিজেদের ব্যবসার খরচের জন্য দেওয়া জিএসটি (Input Tax) বাদ দিয়ে সরকারের কাছে জমা দিত। এই ব্যবস্থাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট (Input Tax Credit)। কিন্তু এখন আউটপুট ট্যাক্স শূন্যে নেমে আসায় সংস্থাগুলি ইনপুট ট্যাক্স বাবদ যে অর্থ দিচ্ছে, তা ফেরত পাওয়ার সুযোগ আর থাকছে না। সেই ঘাটতি পোষাতে তারা প্রিমিয়াম বাড়াবে।
বিশেষজ্ঞদের হিসেব, প্রিমিয়ামের বোঝা গড়ে ১ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। জেনারেল ইনস্যুরেন্স কাউন্সিলের এগজিকিউটিভ কমিটির সদস্য লোকেশ কেসির মতে, গ্রাহকদের খরচ অন্তত তিন শতাংশ বাড়বে। এর ফলে জিএসটি মকুবের আর্থিক সুবিধা গ্রাহকরা ২০-৩০ শতাংশ কম পাবেন। তবে তিনি আশাবাদী, স্বাস্থ্যবিমার খরচ কিছুটা কমলে সাধারণ মানুষ উন্নত চিকিৎসার সুযোগ পাবে, বিমার পরিধি বাড়বে এবং নতুন কর্মসংস্থানও তৈরি হবে।
কনফেডারেশন অব জেনারেল ইনস্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার যুগ্ম আহ্বায়ক সুদীপ্ত সরকার জানিয়েছেন, ২০২১ সাল থেকে বিমায় জিএসটি হ্রাসের দাবি জানানো হচ্ছিল। এবার কেন্দ্র সেই দাবি মেনে নেওয়ায় তারা খুশি।
একজন গ্রাহকের প্রিমিয়াম যদি হয় ১০০ টাকা, আগে তার সঙ্গে যোগ হত ১৮ টাকা জিএসটি। ফলে মোট খরচ দাঁড়াত ১১৮ টাকা। সংস্থার ব্যবসা ও কমিশন বাবদ খরচ ধরুন ৩৫ টাকা, যার উপর জিএসটি (GST) বাবদ দিতে হত ৬ টাকা ৩০ পয়সা। তাই গ্রাহকের দেওয়া ১৮ টাকা থেকে বাদ দিলে সরকার পেত ১১ টাকা ৭০ পয়সা।
এখন আউটপুট ট্যাক্স শূন্য হয়ে যাওয়ায় সংস্থাগুলিকে ওই ৬ টাকা ৩০ পয়সা নিজেরাই বহন করতে হবে। বাস্তবে তারা সেটি গ্রাহকের কাছ থেকেই তুলবে। ফলে প্রিমিয়াম (Premium) দাঁড়াবে প্রায় ১০৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গ্রাহকের সাশ্রয় ১৮ টাকা নয়, আসলে ১১ টাকা ৭০ পয়সা। পুরোপুরি নয়, আংশিক সুরাহাই মিলবে বিমা গ্রাহকের।