মিলল না বিচার, যোগীরাজ্যে থানায় পুলিশি হেনস্থার শিকার বাংলার মেয়ে
এহেন ঘটনা শুনে স্তম্ভিত হন কেন্দ্রীয় মন্ত্রী। যোগী আদিত্যনাথকে চিঠি লিখে অবিলম্বে পদক্ষেপ করার কথা বলেন তিনি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫০: আবারও প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা! বিজেপি (BJP) শাসিত উত্তরপ্রদেশে সুবিচারের আশায় থানায় গিয়ে পুলিশি হেনস্থার শিকার হলেন বাংলার তরুণী। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা ওই তরুণী উত্তরপ্রদেশে থাকতেন। সম্প্রতি সমস্যার সম্মুখীন হন তিনি। বিচারের আশায় উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের কাটকা থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগ, তাঁর এফআইআর (FIR) নথিভুক্ত করা হয়নি। কাটকা থানার এক আধিকারিক তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ।
পুলিশি হেনস্থার শিকার হয়ে ওই তরুণী জেলায় পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হন। অভিযোগ, কোনও তরফেই সাহায্য পাননি তরুণী। এরপর বাধ্য হয়ে সুবিচার পেতে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের দ্বারস্থ হন নিগৃহীতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন কেন্দ্রীয় মন্ত্রী। দ্রুত হস্তক্ষেপের কথা বলেন।
এহেন ঘটনা শুনে স্তম্ভিত হন কেন্দ্রীয় মন্ত্রী। যোগী আদিত্যনাথকে চিঠি লিখে অবিলম্বে পদক্ষেপ করার কথা বলেন তিনি। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মহিলা হেনস্থায় প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা। একদিকে বিজেপি শাসিত রাজ্যে বার বার বাঙালি নিগ্রহের ঘটনা সামনে আসছে। বাংলা ভাষায় কথা বললেও বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে বলে অভিযোগ, এই আবহে বিজেপি শাসিত রাজ্যে বাংলার তরুণীর নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।