SBI, BOI-র পর আরও এক ব্যাঙ্কের তরফে ‘প্রতারক’ তকমা জুটল অনিল আম্বানির

SBI জানিয়েছিল, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল আরকম এবং তার শাখা সংস্থাগুলি।

September 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২১: আগেই স্টেট ব্যাঙ্ক (State Bank of India) এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) ঋণে জর্জরিত রিলায়েন্স কমিউনিকেশনসের প্রাক্তন কর্ণধার অনিল আম্বানিকে (Anil Ambani) ‘প্রতারক’ হিসাবে চিহ্নিত করেছিল। একই পথে হাঁটল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। এবার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটিও অনিল আম্বানিকে ‘ফ্রড’ হিসাবে চিহ্নিত করল। বৃহস্পতিবারই শেয়ার বাজারকে সে কথা জানিয়ে দিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা।

SBI জানিয়েছিল, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল আরকম এবং তার শাখা সংস্থাগুলি। BOI জানায়, রিলায়েন্স কর্ণধারের কাছে ৭২৪.৭৮ কোটি টাকা পায় তাদের ব্যাঙ্ক। যদিও ব্যাঙ্ক অফ বরোদার ঋণের অঙ্ক প্রকাশ্যে আসেনি। একের পর এক ব্যাঙ্ক প্রতারক ঘোষণা করায় আম্বানির উপর চাপ বাড়ছে। ইতিমধ্যে আর কম-র সম্পত্তি বাজেয়াপ্ত করে ঋণের টাকা আদায়ের চেষ্টা চলেছে।

উল্লেখ্য, অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। সব মিলিয়ে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে অনিলের বিরুদ্ধে। সিবিআই তদন্ত চলছে, এর আগে একাধিকবার ইডি তলব করেছিল অনিলকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen