নিত্যযাত্রীদের মুখে ফুটল হাসি, আজ থেকে চালু হল শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট AC Local
পূর্ব রেল সূত্রে খবর, যাত্রী চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এসি ট্রেনের সংখ্যা ও রুট আরও বাড়ানো হতে পারে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২১: ভিড় ঠাসা বনগাঁ লোকালে গরমে ঘেমেনেয়ে বাদুরঝোলা হয়ে সফরের দিন শেষ! আজ থেকে চালু হল শিয়ালদহ থেকে বনগাঁ-রানাঘাট এবং কৃষ্ণনগর এসি লোকাল। বনগাঁ থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ৫২-তে, শিয়ালদহ পৌঁছবে ৯টা ৩৭-এ। সন্ধ্যায় শিয়ালদহ থেকে ছাড়বে ৬টা ১৪-এ, বনগাঁ পৌঁছবে ৮টা ০৪ নাগাদ, ৮টা ৪১-এ রানাঘাট পৌঁছবে।
বিশেষ এসি ট্রেন দিনে দু’বার চলবে। সকাল ৮:২৯-এ রানাঘাট থেকে ছেড়ে ১০:১০-এ পৌঁছবে শিয়ালদহে। সন্ধ্যা ৬:৫০-এ শিয়ালদহ থেকে ছেড়ে ৮:৩২-এ পৌঁছবে রানাঘাটে।
দুই ক্ষেত্রে ভায়া বনগাঁ। অন্যদিকে, কৃষ্ণনগর লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে ৯টা ৪৮-এ, কৃষ্ণনগর পৌঁছবে ১২টা ০৭-এ। কৃষ্ণনগর থেকে ছাড়বে ১টা ৩০, শিয়ালদহ পৌঁছবে ৩:৪০।
ট্রেনটি সম্পূর্ণ বাতানুকূল। উন্নত সিটিং ব্যবস্থা ও আধুনিক ডিজিটাল ডিসপ্লে থাকছে। পূর্ব রেল সূত্রে খবর, যাত্রী চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এসি ট্রেনের সংখ্যা ও রুট আরও বাড়ানো হতে পারে। অন্যদিকে, নয়া তিনটি রুটে মেট্রো চালু হওয়ার পর শিয়ালদহ ও দমদম জংশনে বিপুল হারে যাত্রী সংখ্যা বেড়েছে। চাহিদা পূরণে নতুন EMEU পরিষেবা চালু হতে চলেছে। বিধাননগর–কল্যাণী এবং বারাসত–হাসনাবাদ রুটে এক জোড়া করে নতুন ইএমইউ আনছে রেল কর্তৃপক্ষ।