বসুন্ধরা-মোহন ভগবত বৈঠক, নাড্ডার পর কি তিনিই BJP-র শীর্ষপদে?
বিজেপি ক্ষমতায় আসার পর মনে করা হয়েছিল রাজস্থানের মসনদে ফের বসতে চলছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৫: আবার রাজনীতির ময়দানে সক্রিয় হচ্ছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া (Vasundhara raje scindia)? বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভগবত (Mohan Bhagwat) ও বসুন্ধরা রাজে সিন্ধিয়া।
বিজেপি ক্ষমতায় আসার পর মনে করা হয়েছিল রাজস্থানের মসনদে ফের বসতে চলছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া। চমক দিয়ে অনামী ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করেন মোদী, শাহ। এরপর থেকেই রাজনীতি থেকে দূরত্ব বাড়ান বসুন্ধরা। সম্প্রতি, বসুন্ধরার জানান, এখন রাজনৈতিক নির্বাসনে রয়েছেন তিনি। এই নির্বাসন আমৃত্যু নয়। অনেকেরই এরকম সময় আসে। সেইসময় সংযত থাকতে হয়। বৃহস্পতিবার সংঘপ্রধান রাজস্থান যেতেই বেশ কিছুক্ষণ একান্তে ভগবতের সঙ্গে বৈঠক করেন তিনি। রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা আরম্ভ হয়েছে।
আজ, শুক্রবার রাজস্থানের যোধপুরে শুরু হচ্ছে আরএসএসের সমন্বয় বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোধপুরে এসেছেন সংঘের শীর্ষ নেতৃত্ব। জয়সলমেঢ়ে লালসাগর এলাকার আদর্শ বিদ্যামন্দিরে হাজির হয়ে ভগবতের সঙ্গে সাক্ষাৎ করেন বসুন্ধরা। প্রায় কুড়ি মিনিট কথা হয় তাঁদের মধ্যে। বৈঠকে কী আলোচনা হয় তা জানা যায়নি।
দু’জনের বৈঠকের পর রাজস্থানের রাজনীতিতে নয়া মোড় আসতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের। ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হিসাবে জনপ্রিয় নন। তাঁর আমলে রাজস্থানে একাধিক বিতর্ক হয়েছে। তবে কি ভজনলাল শর্মাকে সরিয়ে বসুন্ধরা মুখ্যমন্ত্রী হতে চলেছেন? অন্যদিকে, বিজেপির পরবর্তী সভাপতির নাম নিয়েও জল্পনা চলছে। শোনা যাচ্ছে, সংঘ এবং বিজেপি একমত হতে না-পারায় সভাপতির নাম ঘোষণা করা যাচ্ছে না। সংঘ চাইছে মোদী, শাহের ঘনিষ্ঠ নন এমন কাউকে সংগঠনের শীর্ষে বাসতে। বসুন্ধরা মোদী বিরোধী বলেই পরিচিত। আরও খবর, সম্ভবত প্রথমবারের জন্য কোনও মহিলাকে বিজেপির সভানেত্রী করা হতে পারে, বসুন্ধরা-ভগবত বৈঠকের পর এই জল্পনা আরও উস্কে উঠেছে।