ব্রাজিলের দুরন্ত জয়, সঙ্গে এস্তেভাওয়ের প্রথম আন্তর্জাতিক গোল
এ জয়ের ফলে ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়ল। কার্লো আনচেলত্তির অধীনে নতুন প্রজন্মের ফুটবলাররা নিজেদের প্রমাণ করছেন।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৫: রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিল ব্রাজিল। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বে শুক্রবার রাতে চিলিকে ৩-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল কার্লো আনচেলত্তির ছেলেরা। এই জয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। অন্যদিকে, চিলি আগেই পরবর্তী বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল এবং ১৭ ম্যাচে এটি তাদের ১১তম হার।
ব্রাজিল এই ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল। খেলার মাত্র পাঁচ মিনিটের মাথায় রাফিনিয়ার ফ্রি-কিক থেকে ক্যাসেমিরোর হেডে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে ৩৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। রাফিনিয়ার নেওয়া শট চিলির গোলকিপারের গায়ে লেগে গোললাইন অতিক্রম করার আগেই এস্তেভাও দুর্দান্ত এক ওভারহেড বল জালে জড়িয়ে দেন। চেলসির এই তরুণ তারকার জন্য এটি ছিল তার আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র কয়েক মিনিটের মধ্যে গোল করে ব্রাজিলের ব্যবধান বাড়ান লুকাস পাকুয়েতা। ৭২তম মিনিটে লুইজ হেনরিকের নিখুঁত ক্রসে পাকুয়েতা বল হেডে বল জালে জড়ান সহজেই। ম্যাচের ৭৬তম মিনিটে ব্রুনো গুইমারায়েস দলের হয়ে তৃতীয় গোলটি করেন।
এ জয়ের ফলে ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়ল। কার্লো আনচেলত্তির অধীনে নতুন প্রজন্মের ফুটবলাররা নিজেদের প্রমাণ করছেন। এস্তেভাওয়ের মতো তরুণ তারকার উত্থান ব্রাজিলের ভবিষ্যতের জন্য দারুন সংকেত। অন্যদিকে, চিলির জন্য এটি ছিল বাজে একটি রাত। বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন তারা আগেই হারিয়েছিল, আর এই হার তাদের ব্যর্থতার কষ্ট আরও বাড়িয়ে দিল।
ম্যাচ শেষে কোচ আনচেলত্তি জানান, “আমরা প্রতিটি ম্যাচে উন্নতি করছি। এস্তেভাও এবং হেনরিকের মতো তরুণদের পারফরম্যান্স আমাদের জন্য দারুণ ইতিবাচক।” আগামী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে।